রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রায় ২ বছর পূর্ণ , যুদ্ধক্ষেত্রে রাশিয়ার হয়ে ১৫ হাজার নেপালি সেনা 

মস্কো, ১৩ ফেব্রুয়ারি – রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দুবছর পূর্ণ হতে চললেও লাগাতার লড়াই চলছে। প্রকাশ্যে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর সব দৃশ্য। এই পরিস্থিতিতে সামনে এসেছে যুদ্ধে ভাড়াটে সেনা হিসেবে নেপালি সেনাদের অংশগ্রহণের করুণ ছবিও। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি। সূত্রের খবর, ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে ১৫ হাজার নেপালি যোদ্ধা যোগ দেন রাশিয়ার হয়ে। রামচন্দ্র খড়কা নামের এক নেপালি সেনাকর্মী, যিনি রুশ বাহিনীর হয়ে কিয়েভের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তিনি সদ্য ফিরেছেন কাঠমান্ডুতে। 

নিজের অভিজ্ঞতার বলতে গিয়ে এখনও শিউরে উঠছেন নেপালি সেনাকর্মী  রামচন্দ্র খড়কা। জানাচ্ছেন, যুদ্ধের দৃশ্যগুলি মনে করলেই এখনও আতঙ্কে ভরে উঠছে তাঁর মন। অথচ গত শতকের নয়ের দশকের মাঝামাঝি সময়ে মাওবাদীদের হয়ে নেপালের সরকারি সেনার বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি। পরে আফগানিস্তানে গিয়ে ন্যাটোর ভাড়াটে সেনা হয়েও যুদ্ধ করেন। কিন্তু এবার রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে যে অভিজ্ঞতা হয়েছে, তা আগের সব অভিজ্ঞতার তুলনায় অনেক বেশি ভয়াবহ বলে দাবি রামচন্দ্রের।

যদিও নেপাল প্রশাসনের দাবি, এখনও পর্যন্ত প্রায় দুইশো নেপালি যুদ্ধে অংশগ্রহণ করেছেন রাশিয়ার হয়ে। তাঁদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। কিন্তু মানবাধিকার সংগঠনগুলির দাবি, আসল সংখ্যা এর থেকে অনেক বেশি। অন্তত ১৪ থেকে ১৫ হাজার নেপালি যুদ্ধক্ষেত্রে রয়েছেন।  যদিও এবিষয়ে নীরব রুশ সেনা।