• facebook
  • twitter
Tuesday, 29 July, 2025

মায়ানমারের বৌদ্ধ মঠে বিমানহানা, মৃত ২৩

২০২১ সালে নোবেল শান্তি পুরস্কার জয়ী আং সান সু চি সরকারকে হটিয়ে সেনা অভ্যুত্থান ঘটিয়ে ফের জুন্টা সরকারের শাসন কায়েম করা হয়। সেই থেকে সংঘর্ষে জড়িয়ে রয়েছে দেশ।

প্রতিনিধিত্বমূলক চিত্র

গৃহযুদ্ধ বিধ্বস্ত মায়ানমারে রক্ষা পেল না বৌদ্ধ মঠও। জুন্টা বাহিনীর বিমান হানায় মৃত্যু হয়েছে ২৩ জনের। শুক্রবার সকালে মায়ানমারের সাগেইং প্রদেশে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে রয়েছে ৪ শিশুও। জেলা পিপলস অ্যাডমিনিস্ট্রেশনের গণতন্ত্রকামী গোষ্ঠীর এক নেতা লিনটালু গ্রামের ওই বৌদ্ধ মঠে হামলার কথা জানান। এই গ্রুপই জুন্টা প্রশাসনের বিরুদ্ধে মধ্যাঞ্চলের একটি অংশে সমান্তরাল সরকার চালায়। ফলে গত মে মাসে জুন্টা বাহিনী একটি স্কুলে বিমানহানা চালিয়ে প্রায় ১৭ ছাত্রকে হত্যা করে। এদিনের বিমানহানাতেও ২৩ জনের মৃত্যু ছাড়াও বহু মানুষ জখম হয়েছেন।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, মায়ানমারের সেনাশাসক বা জুন্টা সরকারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল বিমানহানা চালিয়ে ওই বৌদ্ধ মঠটি গুঁড়িয়ে দিয়েছে। তবে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি জুন্টা সরকারের পক্ষ থেকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঠে প্রায় ২০০ জন ঘরছাড়াদের আশ্রয় দেওয়া হয়েছিল। সেনাবাহিনীর সঙ্গে গণতন্ত্রকামী বাহিনীর ঘরোয়া যুদ্ধে তাঁরা ঘরছাড়া হয়েছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালে নোবেল শান্তি পুরস্কার জয়ী আং সান সু চি সরকারকে হটিয়ে সেনা অভ্যুত্থান ঘটিয়ে ফের জুন্টা সরকারের শাসন কায়েম করা হয়। সেই থেকে সংঘর্ষে জড়িয়ে রয়েছে দেশ। গত ২৮ মার্চ এই অঞ্চলে ৭.৭ রিখটার স্কেলে ভূমিকম্প হয়। এরপর সরকার অস্থায়ী সংঘর্ষ বিরতি ঘোষণা করেছিল। অন্যদিকে, জুন্টা বিরোধী গোষ্ঠীগুলিও ত্রাণ ও মানবিকতার খাতিরে সেই চুক্তি চালিয়ে যাচ্ছিল। তারপরেও বিমান ও সেনা হামলা চলে। বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ভূমিকম্প বিধ্বস্ত এলাকাতেও অন্ততপক্ষে ৩,৭০০ বাসিন্দার মৃত্যু হয়েছে।