• facebook
  • twitter
Saturday, 19 July, 2025

এআই দিয়ে নগ্ন ছবি বানিয়ে ব্ল্যাকমেল, আতঙ্কে জেরে আত্মঘাতী কিশোর

ছেলের স্মার্টফোন ঘেঁটে প্রথম এই তথ্য জানতে পারেন মৃত কিশোরের মা। এরপরই পুলিশি তদন্তে উঠে আসে, যে ছবিটি হেকককে পাঠানো হয়েছিল, সেটি আসল নয়।

নিজস্ব গ্রাফিক্স চিত্র

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে অপরাধ বেড়েই চলেছে। ব্ল্যাকমেলের শিকার হয়ে অকালে ঝরে গেল তাজা প্রাণ। এআই দিয়ে নগ্ন ছবি বানিয়ে এক কিশোরের কাছে লক্ষ লক্ষ টাকা দাবি করা। ভয়ে ও আশঙ্কায় নিজেকে শেষ করে দেয় ওই কিশোর। মাস দুয়েক আগে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে মার্কিন মুলুকে। ওই স্কুলপড়ুয়া এলিজা হেককের অস্বাভাবিক মৃত্যুর প্রায় ২ মাস পরে এই তথ্য জানতে পেরেছে পরিবার।

জানা গিয়েছে, ডিজিটাল প্রতারকদের শিকার হয়েছিল হেকক। বয়ঃসন্ধির ওই কিশোরকে প্রথমে নানা অশ্লীল ছবি পাঠাত প্রতারকরা। পরে মেসেজে নিজেরই একটি নগ্ন ছবি পায় কিশোর। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ওই নগ্ন ছবি তৈরি করেছিল প্রতারকরা। এরপরই মারাত্মক দুঃশ্চিন্তায় পড়ে যায় সে। ১৬ বছরের পড়ুয়ার মোবাইলে সেই ছবি পাঠিয়ে শুরু হয় হুমকি ও ব্ল্যাকমেল। দাবি করা হয়, ৩ হাজার ডলার (প্রায় আড়াই লক্ষ টাকা) দিতে হবে। সেই অর্থ না দিলে তার ছবি পর্ন সাইটে ছড়িয়ে দেওয়া হবে বলে একের পর এক হুমকিবার্তা দেওয়া হয়। কিন্তু অত টাকা ওই কিশোরের পক্ষে দেওয়া সম্ভবও ছিল না। আর না দিলে সকলের কাছে তার সম্মানহানির আশঙ্কায় ভুগছিল স্কুলপড়ুয়া কিশোর এলিজা হেকক! সেই আতঙ্ক ও আশঙ্কা থেকে আত্মহত্যার পথ বেছে নেয় সে।

পুলিশ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি নিজেকে গুলিবিদ্ধ করে মৃত্যুর কোলে ঢোলে পড়ে ১৬ বছরের কিশোর এলিজা হেকক। তার বাড়ি থেকেই মৃত দেহ উদ্ধার হয়। কিন্তু এলিজা হেককের বাবা-মায়ের মাথায় ঢুকছিল না, ছেলে কেন এমন চরম সিন্ধান্ত নিল! এরপরই বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের দাবি করে পুলিশের দ্বারস্থ হন তাঁরা। প্রায় দুই মাস তদন্তের পরে প্রকৃত রহস্য সামনে এল!

ছেলের স্মার্টফোন ঘেঁটে প্রথম এই তথ্য জানতে পারেন মৃত কিশোরের মা। এরপরই পুলিশি তদন্তে উঠে আসে, যে ছবিটি হেকককে পাঠানো হয়েছিল, সেটি আসল নয়। সেটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। অথচ ছবিটি এমনভাবে বানানো হয়েছে, খালিচোখে সেটি যে কেউ আসলই ভাববেন। তদন্তকারীরা জানাচ্ছেন, সাইবার অপরাধীরা সারা দুনিয়ায় এই ‘নতুন’ পদ্ধতিতে ব্ল্যাকমেল শুরু করেছে। প্রযুক্তির অপব্যবহার করে নেট নাগরিকদের ব্ল্যাকমেল করে সর্বস্বান্ত করে দেওয়া হচ্ছে। ১৬ বছরের হেককও সেই প্রতারণার শিকার।