ভয়াবহ পথ দুর্ঘটনা ইথিওপিয়ায়। পূর্ব আফ্রিকার এই দেশে একটি ট্রাক সেতু থেকে নদীতে পড়ে গিয়ে ৬৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এখানকার সিদামায় বোনা জুরিয়া ওরেদার গেলানা সেতুতে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও ৭জন। যার অবস্থান ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে।
জানা গিয়েছে, ট্রাকটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও উদ্ধারকারী দল। দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বোনার হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে নদীতে আংশিকভাবে ডুবে যাওয়া ট্রাকটিকে। যদিও কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা এখনও জানা যায়নি। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
Advertisement
এই ঘটনায় নিহতদের প্রতি শোক জ্ঞাপন করেছে ইথিওপিয়ার সরকার।
Advertisement
Advertisement



