বাসের সঙ্গে তেল ট্যাঙ্কারের সংঘর্ষ, সৌদি আরবে ৪২ জন ভারতীয়র মৃত্যুর আশঙ্কা

ভয়ঙ্কর দুর্ঘটনা সৌদি আরবে। সোমবার ভোরে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৪২ জন ভারতীয় উমরাহ যাত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। যাত্রীদের অধিকাংশই হায়দরাবাদের বাসিন্দা। তাঁদের মধ্যে কয়েকজন মহিলা এবং শিশুও ছিলেন। সরকারিভাবে মৃতের সংখ্যা এখনও জানানো হয়নি। তেলঙ্গানার তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডি শ্রীধর বাবু জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মৃতেরা সকলে মাল্লেপল্লি এলাকার। তবে শনাক্তকরণের কাজ চলছে।

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সময় রাত দেড়টায় নাগাদ একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের ধাক্কা লাগে। এর জেরে সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমোচ্ছিলেন। বাসের মধ্যেই আগুন ঝলসে মৃত্যু হয় তাঁদের। কয়েকজন গুরুতর আহতকে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজ শুরু করেন। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী বাহিনী। হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি জানান, ‘দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন। মৃত ও আহতদের তথ্য ভারতীয় কর্তৃপক্ষকে পাঠিয়েছেন।’ রিয়াধে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন আবু ম্যাথেন জর্জের সঙ্গে কথা হয়েছে ওয়েইসির।


জেড্ডার কনসুলেট জেনারেল অফ ইন্ডিয়া এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি পোস্ট করেছে। সেখানে জানানো হয়েছে, জেড্ডার ভারতীয় দূতাবাসে ২৪ ঘণ্টার একটি হেল্পলাইন চালু করেছে প্রশাসন। হেল্পলাইন নম্বর ৮০০২৪৪০০৩।

বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক্স-এ লিখেছেন, ‘সৌদি আরবের মদিনার দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। রিয়াধে ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় আমাদের কনসুলেট এই দুর্ঘটনায় আক্রান্ত ভারতীয়দের এবং তাঁদের পরিবারের পাশে রয়েছে। নিহতদের পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।’

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি এই দুর্ঘটনার খবর নিয়েছেন। মুখ্যসচিব রামকৃষ্ণ রাও এবং ডিজিপি বি শিবধর রেড্ডিকে জরুরিভিত্তিতে ঘটনার বিশদ সংগ্রহের নির্দেশ দিয়েছেন। তেলেঙ্গানা সচিবালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্বজনহারাদের খবরাখবরের জন্য হেল্পলাইন নম্বর হল- ৭৯৯৭৯ ৫৯৭৫৪ এবং ৯৯১২৯ ১৯৫৪৫।