• facebook
  • twitter
Friday, 21 March, 2025

কাজাখস্তানে বিমান দুর্ঘটনায় মৃত ৪০, জখম ১৪

দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানে পাঁচ ক্রু সদস্য সহ মোট ৬২ জন যাত্রী ছিলেন। বিমানটি আজেরবাইজান এয়ারলাইন্সের। এদিন জে২-৮২৪৩ বিমানটি বাকু থেকে রাশিয়ার গ্রোজনির উদ্দেশে যাত্রা করে।

সংগৃহীত চিত্র

বড়দিনে ভয়াবহ বিমান দুর্ঘটনা কাজাখস্তানে। যাত্রীবাহী এই উড়ান ভেঙে পড়তেই কমপক্ষে ৪০ জন সওয়ারির মৃত্যু হয়েছে। জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ১৪ জন যাত্রীকে। জখমদের মধ্যে পাঁচজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যে এই বিমান দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বিমানটি আকটাউ এয়ারপোর্টের কাছে গিয়ে মাঝ আকাশে বেশ কয়েকবার চক্কর কাটছে। তারপরই একটি ফাঁকা মাঠে আচমকা বিমানটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিমানে আগুন ধরে যায়। (যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাঁচাই করেনি দৈনিক স্টেটসম্যান)। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী ও পুলিশ। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে আনা হয়। শুরু হয় আগুন নেভানো ও উদ্ধার কাজ।

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানে পাঁচ ক্রু সদস্য সহ মোট ৬২ জন যাত্রী ছিলেন। বিমানটি আজেরবাইজান এয়ারলাইন্সের। এদিন জে২-৮২৪৩ বিমানটি বাকু থেকে রাশিয়ার গ্রোজনির উদ্দেশে যাত্রা করে। কিন্তু ঘন কুয়াশার জন্য ঘটে বিপত্তি। ফলে পাইলট মাঝ আকাশে বিমানের রুট পরিবর্তন করার সময় দুর্ঘটনার সম্মুখীন হয়।

কিভাবে ঘটল এই দুর্ঘটনা? সূত্রের খবর, বিমানের পাইলট দুর্ঘটনার কবলে পড়ার আগে আকটাউ এয়ারপোর্টে জরুরি অবতরণের আর্জি জানিয়েছিলেন। কিন্তু তার আগেই দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী এই বিমানটি। কাজাখস্তান সরকারের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।