নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় মৃত্যু চার ভারতীয় বংশোদ্ভূতের

মার্কিন যুক্তরাষ্ট্রে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল চার ভারতীয় বংশোদ্ভূত প্রৌঢ়-প্রৌঢ়ার। নিউ ইয়র্কের বাসিন্দা ওই চার জন পেনসিলভেনিয়ায় একটি আধ্যাত্মিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। প্রায় পাঁচ দিন নিখোঁজ থাকার পর অবশেষে গত শনিবার তাঁদের মৃতদেহ উদ্ধার করেছে মার্কিন পুলিশ।

মৃতদের নাম কিশোর দিওয়ান, আশা দিওয়ান, শৈলেশ দিওয়ান এবং গীতা দিওয়ান। পুলিশ জানিয়েছে, তাঁরা একই পরিবারের সদস্য এবং প্রত্যেকের বয়সই ৮০ বছরের ঊর্ধ্বে। গত ২৯ জুলাই নিউ ইয়র্ক থেকে একটি হালকা সবুজ রঙের টয়েটো গাড়িতে পেনসিলভেনিয়ার মার্শাল কাউন্টির উদ্দেশে রওনা দেন তাঁরা। গন্তব্য ছিল ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের শিষ্যদের নির্মিত এক বিখ্যাত আধ্যাত্মিক প্রাসাদ।

সেই দিনই সন্ধ্যায় তাঁদের শেষ দেখা গিয়েছিল পেনসিলভেনিয়ার এরিক পিচ স্ট্রিটের এক রেস্তোরাঁয়। সেখানকার সিসিটিভি ফুটেজ এবং ক্রেডিট কার্ড লেনদেনের ভিত্তিতে এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তাঁরা। ফোনে বহুবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও সাড়া মেলেনি।


মার্শাল কাউন্টি শেরিফ মাইক ডর্গাটি জানান, নিখোঁজদের সন্ধানে হেলিকপ্টার এবং পুলিশি দল নামিয়ে তল্লাশি চালানো হয়। অনুসন্ধানে মাউন্ডসভিল এলাকায় তাঁদের মোবাইল লোকেশন পাওয়া যায়। অবশেষে শনিবার রাতে একটি দুর্গম এলাকায় তাঁদের গাড়ি খুঁজে পাওয়া যায় এবং তার ভিতর থেকেই উদ্ধার হয় চার জনের মৃতদেহ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। তাঁদের গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার জেরে ভারতীয় অভিবাসী মহলে শোকের ছায়া নেমে এসেছে। মার্শাল কাউন্টি প্রশাসনের তরফে মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।