• facebook
  • twitter
Thursday, 11 December, 2025

মরক্কোয় বহুতল ভেঙে মৃত ১৯, গুরুতর জখম ১৬

প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, বিল্ডিং দুটির একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছিল। দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। বিল্ডিংগুলি অবহেলায় পড়েছিল।

প্রতিনিধিত্বমূলক চিত্র

পাশাপাশি দাঁড়িয়ে থাকা ২টি বিল্ডিং হুড়মুড় করে ভেঙে পড়ায় ১৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে মরক্কোর অন্যতম প্রাচীন শহর ফেজ-এ। চারতলা ওই দুটি বিল্ডিং ঘনবসতিপূর্ণ শহরটিতে ভেঙে পড়ায় চাপা পড়ে যান অনেকেই। গুরুতর আহত আরও ১৬ জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তরফে বলা হয়েছে, এই বিল্ডিং দুটি ছিল আল-মুস্তাকবাল এলাকায়। সেখানে বাস করত ৮টি পরিবার। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন আধিকারিক, নিরাপত্তা কর্মী, এবং নাগরিক সুরক্ষা বাহিনীর কর্মীরা। ভেঙে পড়া বিল্ডিংগুলির ধ্বংসস্তূপের মধ্যে শুরু হয় উদ্ধারকাজ।

প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, বিল্ডিং দুটির একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছিল। দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। বিল্ডিংগুলি অবহেলায় পড়েছিল। স্থানীয় সংবাদমাধ্যমে সূত্রে খবর, মঙ্গলবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। সেখানে ঝুঁকি নিয়েই বসবাস করছিল ৮টি পরিবার। মরক্কোর এই অঞ্চলটি অত্যন্ত প্রাচীন। এই বিষয়ে দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। আচমকা কেন বিল্ডিং দুটি একসঙ্গে ভেঙে পড়লো তাও জানা যায়নি।

Advertisement

মাস দুয়েক আগেই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ। বেকারত্ব, বাসস্থানের অব্যবস্থা, সরকারি পরিষেবার অভাবের বিরুদ্ধে সরব হয়েছিল জনতা। সেই আন্দোলন এতটাই ভয়াবহ রূপ নেয় যে, নিরাপত্তা ভেঙে প্রশাসনের সদর দপ্তরে অনুপ্রবেশের অভিযোগে ৩ জনকে গুলি করা হয়। গ্রেপ্তার করা হয় অন্ততপক্ষে ৪০০ জনকে।

Advertisement

Advertisement