• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

টানা সাতদিন বৃষ্টি বঙ্গে

নিজস্ব প্রতিনিধি — ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর গতিবিধি নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর৷ তবে এটুকু জানা গিয়েছে আগামী সাতদিন টানা বৃষ্টি হবে৷ ফলে আপাতত গরম থেকে রেহাই মিলবে শহরবাসীর৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, চেন্নাই উপকূলে দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিম উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে৷ যা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার সকালে অতি

নিজস্ব প্রতিনিধি — ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর গতিবিধি নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর৷ তবে এটুকু জানা গিয়েছে আগামী সাতদিন টানা বৃষ্টি হবে৷ ফলে আপাতত গরম থেকে রেহাই মিলবে শহরবাসীর৷

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, চেন্নাই উপকূলে দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিম উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে৷ যা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার সকালে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপাসাগরে৷ তারপর তা ঘূর্ণিঝড়ের আকার নেবে৷ এর ফলে সমুদ্র উত্তাল হতে পারে৷ সেই কারণে শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে৷ তবে ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর ল্যান্ডফল কোথায় হবে, তা এখনও আজানা৷

তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়বে বঙ্গে, তা নিয়ে এখনও আবহবিদরা স্পষ্ট করে কিছু বলতে পারছেন না৷ তবে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আগামী সাতদিন ধরে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদু্যৎসহ বৃষ্টি হবে, ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে৷ আজ এবং আগামীকাল বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে৷ শনি ও রবিবার পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগণায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়ছে, ৫০ কিলোমিাটার বেগে বইবে ঝোড়ো হাওয়া৷ কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদু্যৎসহ বৃষ্টি হবে৷ উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে৷