• facebook
  • twitter
Monday, 2 December, 2024

ক্ষুদ্র-মাঝারি শিল্পের জন্য নয়া উদ্যোগ যোগী আদিত্যনাথের!

উত্তরপ্রদেশ:- এমএসএমই সেক্টরকে আরও গুরুত্ব দিতে চায় উত্তরপ্রদেশ সরকার। আর সেদিকেই তাকিয়ে এমএসএমই পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন অভিযান শুরু করল সরকার। সরকারে রপ্তানি সংক্রান্ত একটি বিভাগের তরফে এই কাজ শুরু হয়েছে। গোটা রাজ্যের ৭৫ টি জেলাতেই এই কাজ হবে। আর তা আগামী ১৫ জুন পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। আর এই রেজিস্ট্রেশনের জন্যে প্রত্যেক জেলাতেই ক্যাম্প

উত্তরপ্রদেশ:- এমএসএমই সেক্টরকে আরও গুরুত্ব দিতে চায় উত্তরপ্রদেশ সরকার। আর সেদিকেই তাকিয়ে এমএসএমই পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন অভিযান শুরু করল সরকার। সরকারে রপ্তানি সংক্রান্ত একটি বিভাগের তরফে এই কাজ শুরু হয়েছে। গোটা রাজ্যের ৭৫ টি জেলাতেই এই কাজ হবে। আর তা আগামী ১৫ জুন পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। আর এই রেজিস্ট্রেশনের জন্যে প্রত্যেক জেলাতেই ক্যাম্প বসানো হবে বলে সূত্রের খবর।
সূত্রের খবর অনুযায়ী, উত্তরপ্রদেশের একটা বড় অংশ এমএসএমই সেক্টরের সঙ্গে যুক্ত নয়। আর এমন মানুষের কাছেই সরকারি সুবিধা পৌঁছে দিতেই এই রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় কয়েক লাখ মানুষকে এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে জানা গিয়েছে। সরকারি এক তথ্য বলছে, এই মুহূর্তে ৯০ লাখ মানুষ ক্ষুদ্র এবং মাঝারি কাজের সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু সরকারি পোর্টালে মাত্র ১৪ লাখ মানুষের রেজিস্ট্রেশন রয়েছে। ১ লা জুন থেকে এই কাজ শুরু হয়েছে উত্তরপ্রদেশে। আর তা চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। ৭৫ টি জেলাতেই ক্যাম্পের মাধ্যমে, পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে। সূত্রের খবর, প্রথম দিনেই যথেষ্ট সাড়া পাওয়া গিয়েছে বলে সরকারি তথ্যে জানা গিয়েছে। উত্তরপ্রদেশজুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চালাচ্ছেন যোগী আদিত্যনাথ। কর্মসংস্থান থেকে শিক্ষা-স্বাস্থ্য সবেতেই উন্নয়ন ঘটেছে। এবার অসংগঠিত সেক্টরের সঙ্গে যুক্ত মানুষেরা যাতে সরকারি সুবিধা পান সেজন্যে বড় সিদ্ধান্ত যোগী আদিত্যানাথের। রেজিস্ট্রেশনের ফলে এমএসএমই সেক্টরের সঙ্গে যুক্তদের একটি পরিচয় দেওয়া হবে। পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে মিলবে বিমার সুবিধা। ব্যাঙ্ক থেকে সহজ কিস্তিতে মিলবে ঋণের সুবিধাও। এছাড়াও নানা ভাবে উপকৃত হবেন রেজিস্ট্রেশন করা মানুষেরা। যোগী সরকারের এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এই সেক্টরের সঙ্গে যুক্ত মানুষেরা।