তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়াদপ্তর 

Written by SNS August 20, 2022 4:19 pm

thunder,rain

 কলকাতা ২০ আগস্ট — বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । তার প্রভাবে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। গতকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। সারারাত বৃষ্টি হয়েছে কলকাতা, হাওড়া ও হুগলিতে।আলিপুর আবহাওয়া দফতরের  তরফে জানান হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ রাজ্যের উপকূলবর্তী এলাকার দিকেই ধেয়ে আসছে। শুক্রবার থেকেই ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ। দমকা হাওয়া দিচ্ছে মাঝে মধ্যেই। তবে নিম্নচাপের জেরে বৃষ্টি আরও বাড়বে বলেই জানান হয়েছে।

নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকেই সৈকত শহর দিঘায় শুরু প্রবল বৃষ্টি। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। গতকাল থেকেই উপকূরবর্তী জায়গায় ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্কতামূলক প্রচার হয়। মাঝ সমুদ্র থেকে তীরে ফিরতে গিয়ে ঘটে যায় ভয়াবহ ট্রলার দুর্ঘটনা।