• facebook
  • twitter
Saturday, 21 September, 2024

ছোটদের জন্য আসতে চলেছে ‘সাহেব রাজার বাড়ি’।

কলকাতা:-  সূর্য ভট্টাচার্য-এর পরিচালনায় মুক্তি পাবে ‘সাহেব রাজার বাড়ি’। এর আগেও ভূতের বিভিন্ন রকম কাহিনির ছবি মুক্তি পেয়েছে। কখনও রোমাঞ্চকর ভূতের কাহিনি, কখনও ভূতের হাস্যরসাত্মক কাহিনি। আর সম্প্রতি এবার আসতে চলেছে একেবারে ভিন্ন কাহিনি। সূত্রের খবর, শোনা গিয়েছে, গল্পের শুরুতে দেখা যাবে রাজদীপ ও শ্রেয়াকে। এলাকার সাহেব রাজার বাড়িটি সে অঞ্চলে ভূতের বাড়ি নামে বেশ

কলকাতা:-  সূর্য ভট্টাচার্য-এর পরিচালনায় মুক্তি পাবে ‘সাহেব রাজার বাড়ি’। এর আগেও ভূতের বিভিন্ন রকম কাহিনির ছবি মুক্তি পেয়েছে। কখনও রোমাঞ্চকর ভূতের কাহিনি, কখনও ভূতের হাস্যরসাত্মক কাহিনি। আর সম্প্রতি এবার আসতে চলেছে একেবারে ভিন্ন কাহিনি। সূত্রের খবর, শোনা গিয়েছে, গল্পের শুরুতে দেখা যাবে রাজদীপ ও শ্রেয়াকে। এলাকার সাহেব রাজার বাড়িটি সে অঞ্চলে ভূতের বাড়ি নামে বেশ খ্যাত। নিজেদের ইউটিউট চ্যানেলের রিচ বাড়াতে এই ভূতের বাড়ি সবার সামনে তুলে ধরবে তাঁরা। এমনই ছিল পরিকল্পনা। পরিকল্পনা মাফিক ভূতের বাড়ি পৌঁছায় রাজদীপ ও শ্রেয়া। সঙ্গে নেয় দুই ছেলে মেয়েকে। সেখানে গিয়ে বিপদে পড়বে তারা। ধরা পড়বে সাহেব ভূতের হাতে। তারা কীভাবে উদ্ধার পাবে সেই নিয়ে তৈরি সাহেব রাজার বাড়ি। সূত্রের খবর, জানা গিয়েছে, ছবির প্রধান চরিত্রে অর্থাৎ সাহেব ভূতের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরান বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে আবার প্রলয় ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা গিয়েছে। প্রেমের জালে ফাঁসিয়ে কীভাবে মেয়েদের পাচার করা হয়, তা নিয়ে তৈরি এই সিরিজ। এর আগে ভূতের ভবিষ্যৎ কমেডি ছবিতেও দেখা গিয়েছিল পরাণ বন্দ্যোপাধ্যায়কে। ভূতের চরিত্রে অভিনয় করেন তিনি। এবার ফের ভূতের ছবিতে দেখা যাবে তাঁকে।
বর্তমানে ৮২-বছরে পা রেখেছেন তিনি। তবে, এখনও জমিয়ে কাজ করে চলেছেন। বয়সকে তাঁর কাজে বাধা সৃষ্টি করতে দেননি। ছবি, সিরিয়াল, শো থেকে ওটিটি প্ল্যাটফর্মে জমিয়ে কাজ করছেন এই অভিনেতা।