স্ত্রীকে অ্যাসিড মারার ঘটনায় স্বামীকে ১৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আলিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাস্ট ট্র্যাক (সপ্তম) আদালত। সোমবার অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক। ১৪ বছরের কারাদণ্ডের পাশাপাশি দোষীকে ১ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আলিপুর জেলা আদালত। ঘটনার এক বছরের মধ্যেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হল।
জানা গিয়েছে, গত বছর ২৪ জুন দক্ষিণ ২৪ পরগনার পুজালি থানা এলাকায় পারিবারিক অশান্তির জেরে বাড়িতে স্ত্রীয়ের মুখে অ্যাসিড ছুঁড়ে মারে তার স্বামী। সঙ্গে সঙ্গে তাঁর মুখ পুড়ে যায় ও চোখ নষ্ট হয়ে যায়। ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। আক্রান্ত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে পুলিশের দ্বারস্থ হন আক্রান্তের ভাই। তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতে ভারতীয় সংবিধানের তৎকালীন ৩২৬ এ ধারায় মামলা রুজু করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে শুরু হয় তল্লাশি। ৩ দিনের মধ্যে আক্রান্তের স্বামীকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। তাঁকে পেশ করা হয় আলিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাস্ট ট্র্যাক (সপ্তম) আদালতে।
এই মামলায় গত বছরের ১৭ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী অফিসার। ২২ নভেম্বর আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়। পাশাপাশি পুলিশের তদন্ত রিপোর্ট, মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট ও প্রত্যক্ষদর্শীদের বয়ান আদালতে জমা পড়ে। এর উপর ভিত্তি করে সোমবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক। মঙ্গলবার তাঁর সাজা ঘোষণা করা হয়। আদালতের রায়ে সন্তুষ্ট নির্যাতিতার পরিবার।