বুসানে দুটি বিভাগে জয়ী একমাত্র ভারতীয় কারিশ্মা

Written by Sunita Das October 12, 2023 4:36 pm

মুম্বই: অভিনেত্রী কারিশ্মা তান্নার মাথায় নতুন মুকুট৷ দক্ষিণ কোরিয়ায় চলছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ সেখানেই সেরা অভিনেত্রীর জন্য পুরস্কৃত হলেন বলিউডের অভিনেত্রী কারিশ্মা তান্না৷ হনসল মেহতা পরিচালিত ‘স্কুপ’ ওয়েব সিরিজে জাগ্রুতি পাঠকের চরিত্রে অভিনয় করে নজর কেডে়ছেন কারিশ্মা৷ এবং সেই চরিত্রের জন্যই বুসানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি৷
এক প্রতিবেদন অনুযায়ী, বুসানে তিনি একমাত্র ভারতীয় হিসেবে দুটি বিভাগে মনোনয়ন পেয়ে দুটিতেই জিতেছেন কারিশ্মা৷ একটি সেরা অভিনেত্রী, অন্যটি সেরা ওয়েব সিরিজ৷ অভিনেত্রী বলেন, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে আমি অভিভূত৷ ‘স্কুপ’ ওয়েব সিরিজে জাগ্রুতি পাঠক চরিত্রটিকে প্রাণ দেওয়া ছিল একটা বড় চ্যালেঞ্জ৷ এই অ্যাওয়ার্ড আমার পুরো টিমের জন্য৷ সবার অক্লান্ত পরিশ্রমের জোরেই আজ এই সফলতা এসেছে৷ এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ৷ এসব কৃতিত্বই ভবিষ্যতে আরও অনেক ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে আমাকে৷
বুসানের রেড কার্পেটে কারিশ্মা ভারতের প্রতিনিধিত্ব করেছেন জাতীয় পোশাকে৷ কালো শাডি়তে সবার নজর কেডে় নেন তিনি৷ ভারতীয় ক্রাইম রিপোর্টার জিগনা ভোরার জীবনকাহিনি বর্ণিত হয়েছিল ‘স্কুপ’ ওয়েব সিরিজে৷ তার লেখা বই ‘বিহাইন্ড বার্স ইন বাইকুল্লা: মাই ডেজ ইন প্রিজন’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে সিরিজটি৷ সাংবাদিক জ্যোতির্ময় দে’র হত্যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে গল্প৷ অভিযুক্ত হিসেবে জেল যেতে হয়েছিল জিগনা ভোরাকে৷