গ্রামের হাসপাতালের সঙ্গিন পরিস্থিতি ফের স্পষ্ট হল। হাসপাতালের পরিত্যক্ত ঘরে রমরমিয়ে চলছে অবৈধ খাটাল ব্যবসা। হাসপাতালের ঘরে দেখা মিলল গরুর। রয়েছে বোঝাই করা গরুর খাবার। ডোমজুড় গ্রামীণ হাসপাতালে পরিত্যক্ত ঘরের এমন ছবি প্রকাশ্যে আসতেই হৈ চৈ শুরু হয়। প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়েছে।