‘ফের একবার নোটের বদলে ভোটের ক্ষমতা জারি হবে’, সুপ্রিম রায়ে বিজেপিকে চরম খোঁচা জয়রামের

Written by SNS February 15, 2024 3:54 pm

দিল্লি, ১৫ ফেব্রুয়ারি– ফের একবার নোটের বদলে ভোটের ক্ষমতা জারি হবে৷ এভাবেই বিজেপিকে চরম খোঁচা দিয়ে সুপ্রিম কোর্টের নির্বাচনী বন্ড অসাংবিধানিক ঘোষণাকে স্বাগত জানাল কংগ্রেস৷

বৃহস্পতিবার কংগ্রেসের জেনেরাল সেক্রেটারি জয়রাম রমেশ বলেন, “নোটের বদলে ভোটের ক্ষমতাই পুনর্বহাল করা হবে”৷ এ দিন সুপ্রিম কোর্টের তরফে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে অবিলম্বে নির্বাচনী বন্ড বিক্রি বন্ধ করা এবং নির্বাচন কমিশনকে বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়৷ এরপরই কংগ্রেস সচিব জয়রাম রমেশ বলেন, “সুপ্রিম কোর্ট আজ মোদি সরকারের ইলেকটোরাল বন্ড প্রকল্পকে আইন-বিরুদ্ধ ও সংবিধান বিরুদ্ধ বলে জানিয়েছে৷ দীর্ঘ প্রতীক্ষিত এই রায়কে স্বাগত জানানো হচ্ছে৷’ জয়রাম রমেশ অভিযোগ করেন, ‘মোদি সরকার অন্নদাতাদের উপরে অন্যায়ের উপর অন্যায় করে যাচ্ছে, এদিকে যাবতীয় সুযোগ-সুবিধা দিচ্ছে চাঁদাদাতাদের৷ ভিভিপ্যাট ইসু্য নিয়ে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির সঙ্গে দেখা করতেও অস্বীকার করছে৷ আশা করছি সুপ্রিম কোর্ট এবার এই বিষয়টিও বিবেচনা করে দেখবে৷ যদি ভোটিং প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছই হয়, তবে এত জেদ কীসের?”

প্রসঙ্গত, কেন্দ্র ইলেকটোরাল বন্ড চালু করার পরই আপত্তি তুলেছিল বিরোধী দলগুলি৷ সিপিআইএম শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার পর সুর চড়ায় কংগ্রেস সহ অন্যান্য দলগুলিও৷ কংগ্রেসের অভিযোগ ছিল, কোন কর্পোরেট সংস্থা কোন রাজনৈতিক দলকে কত টাকা আর্থিক অনুদান দিচ্ছে, তার বদলে কী সুবিধা পাচ্ছে, এই তথ্য জানতে পারছে না ভোটাররা৷ ইলেকটোরাল বন্ডের মাধ্যমে নির্দিষ্ট কিছু রাজনৈতিক দল অগাধ তহবিল পাচ্ছে৷ কংগ্রেসের দাবি ছিল, নির্বাচনী বন্ড আনার পরই বিজেপির নির্বাচনী তহবিল ফুলে-ফেঁপে উঠেছে৷