১২ বছরের নীচে বাচ্চাদের ভাড়া নিয়ে বড় পদক্ষেপ রেলের!

Written by SNS September 21, 2023 10:51 am

ভারত:- ভারতীয় রেল বাচ্চাদের যাত্রার ভাড়ায় বেশ কিছু বদল করে। সূত্রের খবর, সম্প্রতি একটি আরটিআই করা হয়। আর তাতেই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। RTI- এর পরিপ্রেক্ষিতে সেন্টার ফর রেলওয়ে এনফোরমেশন সিস্টেম এর জবাব থেকে এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সূত্রের খবর, জানা গিয়েছে, সংশোধিত নিয়ম বদলে রেলওয়ে ২০২২-২৩ সালে ৫৬০ কোটি টাকা আয় করেছে। আর এই বছর রেলের অর্থ ভাণ্ডারকে আরও মজবুত করেছে। CRIS, রেল মন্ত্রকের অধীনে, টিকিট এবং যাত্রী হ্যান্ডলিং, মালবাহী পরিষেবা, রেল ট্রাফিক নিয়ন্ত্রণ এবং অপারেশনগুলির মতো মূল ক্ষেত্রে আইটি সমাধান সরবরাহ করে। সূত্রের খবর, রেলমন্ত্রক গত ২০১৬ সালের ৩১ মার্চ রেল নতুন ঘোষণা করে। আর ঘোষণা অনুযায়ী রেল পাঁচ বছর এবং ১২ বছরের মধ্যে থাকা বয়সের বাচ্চাদের পুরো টিকিটের ভাড়া ঘোষণা করে। বাচ্চারা যখন সংরক্ষিত কোচে আলাদা সিট চায় তখন এই নিয়ম প্রযোজ্য হবে। এই নিয়ম গত ২০১৬ সালের ২১ এপ্রিল কার্যকর করা হয়। সূত্রের খবর, আরটিআই অনুযায়ী CRIS আর্থিক বছর ২০১৬-১৭ থেকে ২০২২-২৩ পর্যন্ত শিশুদের দুটি বিভাগের ভাড়া নিয়ে একটি পরিসংখ্যান দিয়েছে। আর সেই রিপোর্টে জানা গিয়েছে, এই সাত বছরে ৩.৬ কোটিরও বেশি বাচ্চা অর্ধেক ভাড়া দিয়েই যাত্রা করেছে। সূত্রের খবর, আরটিআইয়ের আবেদন চন্দ্রশেখর গৌড় জানিয়েছেন, রিপোর্টে স্পষ্ট রেলে ভ্রমণকারী মোট শিশুর প্রায় 70 শতাংশ পুরো ভাড়া দিয়ে বার্থ বা সিট নিতে পছন্দ করেছে।