• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

এবার বড়পর্দায় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে।

কলকাতা:- বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক মিঠাইতে মিঠাইয়ের চরিত্রে অভিনয় করেছেন সৌমিতৃষা কুণ্ডু। সূত্রের খবর, মিঠাই ধারাবাহিকটি শেষ হওয়ার পরেই টলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী। জানা গিয়েছে, দেবের সিনেমায় অভিনয় দেখা যাবে সৌমিতৃষাকে। এর আগেও অনেক টেলিভিশন অভিনেত্রীকে সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। এবার বড়পর্দায় অভিনয় করতে দেখা যাবে মিঠাইকে। পরিচালক অভিজিৎ সেন পরিচালিত ‘প্রধান’ ছবিতে মুখ্য

কলকাতা:- বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক মিঠাইতে মিঠাইয়ের চরিত্রে অভিনয় করেছেন সৌমিতৃষা কুণ্ডু। সূত্রের খবর, মিঠাই ধারাবাহিকটি শেষ হওয়ার পরেই টলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী। জানা গিয়েছে, দেবের সিনেমায় অভিনয় দেখা যাবে সৌমিতৃষাকে। এর আগেও অনেক টেলিভিশন অভিনেত্রীকে সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। এবার বড়পর্দায় অভিনয় করতে দেখা যাবে মিঠাইকে। পরিচালক অভিজিৎ সেন পরিচালিত ‘প্রধান’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সৌমিতৃষা কুণ্ডুকে।

সূত্রের খবর, এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী সৌমিতৃষা জানিয়েছেন, প্রযোজক অতনু রায়চৌধুরী একদিন তাকে ফোন করে বলেন যে সিনেমায় অভিনয় করা নিয়ে তিনি কিছু ভাবছেন কিনা। বড় পর্দায় অভিনয়ের করবার কথা শুনে আর না বলেননি অভিনেত্রী। আর তাছাড়া পরিচালক হিসেবে তিনি অভিজিৎ সেন কেও খুব পছন্দ করেন। কয়েক বছর আগে অতনু সেনের সঙ্গে যোগাযোগও করেছিলেন, যদিও সেই সময়ে তিনি তেমন সুযোগ পাননি। তাই এমন সুযোগ তিনি হাতছাড়া করতে চান না। ‘প্রধান’ সিনেমায় দেব, সৌমিতৃষা ছাড়াও দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। অগাস্ট মাস থেকে সিনেমা শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।