• facebook
  • twitter
Tuesday, 12 August, 2025

পাঞ্জাবের ফিরোজাবাদে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফ-এর গুলিতে হত পাক নাগরিক

পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে ভারতের প্রত্যাঘাতের পর ভারত-পাক সীমান্তে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। অপারেশনের সিঁদুরের পরেও সীমান্তে লাগাতার গুলিবর্ষণ অব্যাহত রেখেছে পাক সেনা। দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই আবহেই বৃহস্পতিবার পাঞ্জাবের ফিরোজাবাদে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করলে এক পাক নাগরিককে গুলি করে মারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী  বিএসএফ।   বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে,

পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে ভারতের প্রত্যাঘাতের পর ভারত-পাক সীমান্তে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। অপারেশনের সিঁদুরের পরেও সীমান্তে লাগাতার গুলিবর্ষণ অব্যাহত রেখেছে পাক সেনা। দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই আবহেই বৃহস্পতিবার পাঞ্জাবের ফিরোজাবাদে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করলে এক পাক নাগরিককে গুলি করে মারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী  বিএসএফ।  


বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এক পাকিস্তানি নাগরিক। সেই সময় বিএসএফ-এর গুলিতে মৃত্যু হয় তাঁর। বিএসএফের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, অনুপ্রবেশকারী রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন, তখনই তাঁকে দেখে ফেলেন সীমান্তরক্ষীরা। কিন্তু অভিযোগ, তাঁরা যুবককে এগোতে বারণ করলেও তিনি শোনেননি। কাঁটাতারের দিকে এগিয়ে আসার চেষ্টা করতেই সঙ্গে সঙ্গে তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে বাধ্য হন সীমান্তরক্ষীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
 

এর আগে গত রবিবারও পাঞ্জাবের গুরদাসপুরে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করায় এক পাকিস্তানি নাগরিককে আটক করেছিল বিএসএফ। দরিয়া মনসুর সীমান্ত চৌকির কাছে একটি ঝোপে তিনি লুকিয়ে ছিলেন তিনি। তাঁর কাছে পাকিস্তানের পরিচয়পত্রও পাওয়া যায়। মহম্মদ হুসনাইন নামে ওই যুবক বর্তমানে পাঞ্জাব পুলিশের হেফাজতে রয়েছেন। এরও আগে, রাজস্থানে একই ভাবে সীমান্ত পেরিয়ে ঢোকার সময় এক জন পাক রেঞ্জারকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান, গুপ্তচর বৃত্তির উদ্দেশ্য নিয়েই ভারতে ঢোকার চেষ্টা করছিলেন তিনি। তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে বিএসএফ।

পাকিস্তানের সীমান্তবর্তী দুই রাজ্য পাঞ্জাব এবং রাজস্থানে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। দুই রাজ্যেই সমস্ত পুলিশকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। যে কোনও পরিস্থিতির মোকাবিলায় সতর্ক থাকতে বলা হয়েছে বায়ুসেনাকেও।

…………