• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

চমকে দেওয়া পুজোর লুক

এবছর শারদোৎসবে কেমন মেকআপ-এর ট্রেন্ড চলছে? কীভাবে মণ্ডপের ভিড়ে নজর কাড়তে পারেন আপনি? পরামর্শ দিচ্ছেন বিদিশা ঘোষ।

দুর্গাপুজো মানেই সকাল থেকে রাত জেগে প্যান্ডেল হপিং এবং সেই সঙ্গে খাওয়াদাওয়া। কিন্তু দুর্গাপুজোয় কোন দিন কোন পোশাক পরলে আপনাকে সবচেয়ে সুন্দর দেখাবে, সঙ্গে মেকআপ কেমন হবে- তা নিয়ে ভাবনায় পড়তে হয় সকলকেই। উৎসবের পাঁচটা দিনের আলাদা আলাদা আমেজ। তাই, অষ্টমী বা নবমীর জন্য হোক একটু বোল্ড মেকআপ আর অন্যান্য দিনগুলিতে ন্যুড মেকআপ লুক বেছে নেওয়াই ভালো। রইল ৪টি চমৎকার মেকআপ লুক টিপ্স।

নো-মেকআপ লুক
ষষ্ঠী-সপ্তমীতে আইকনিক নো-মেকআপ লুক দিয়ে শুরু করুন এবারের পুজো। এর জন্য সিলিকন বেস প্রাইমার ব্যবহার করুন। একটি নিখুঁত এবং ন্যাচারাল ফিনিশের জন্য, ফাউন্ডেশন বাদ দিয়ে সরাসরি কনসিলার ব্যবহার করতে পারেন। আপনার গালের চিকবোনে হালকা ব্লাশ ব্যবহার করুন, যাতে মুখ উজ্জ্বল লাগে।
চোখের মেকআপ যতটা সম্ভব সহজ, সূক্ষ্ম রাখুন। মাসকারা লাগান এবং ন্যুড আইশ্যাডো ব্যবহার করে উপরের আইলিড হাইলাইট করুন। সব শেষে, একটি টিনটেড লিপ বাম ব্যবহার করে ঠোঁটের ন্যাচারাল কালার ফিরিয়ে আনুন।

স্টানিং মেকআপ লুক
অষ্টমীর দিন সবার মধ্যে সেরা হয়ে উঠুন একটি স্টানিং অষ্টমী মেকআপ লুক তৈরি করে। এই দিনটিতে মেকআপে একটু ট্র্যাডিশনাল টাচ যোগ করতে পারেন।

অষ্টমী মেকআপ লুকের বেস তৈরি করতে, প্রাইমার, ফাউন্ডেশন, হাইলাইটার, এবং সেটিং পাউডার ব্যবহার করুন। একবার বেস মেকআপ সম্পন্ন হলে, চোখের মেকআপ শুরু করুন।

মাথায় রাখবেন অষ্টমীর দিন হোক বা রাত, আপনার চোখের মেকআপ হতে হবে সবচেয়ে অ্যাট্রাক্টিভ। উজ্জ্বল সবুজ বা ব্রাউন আইশ্যাডো ব্যবহার করুন এবং নীচের ল্যাশলাইনে কালো কাজল লাগিয়ে বোল্ড টাচ দিন। একটু ড্রামাটিক লুকের জন্য, ঘন ভ্রু তৈরি করে চোখের পাতায় ভলিউমাইজিং মাসকারা লাগান। মেকআপে কন্ট্রাস্ট আনতে একটি প্লাম শেডের লিপস্টিক লাগাতে পারেন।

বোল্ড মেকআপ লুক
নবমী মানে উৎসবের শেষ পর্যায়ে এসে পৌঁছনো। অর্থাৎ আপনার লুক শেষবারের মতো উজ্জ্বল করে, আনন্দ উদযাপন করার সময়।

ত্বকে বেস মেকআপ করুন। একটু বোল্ড লুকের জন্য জ-লাইন ও চিকবোন কন্ট্যুরিং করুন। ঠোঁটে আঁকুন কিউপিড-ধনুকের স্পষ্ট রেখা। চিকবোনের হাইপয়েন্ট এবং নাকের টিপ-এ হাইলাইটার লাগান।
এদিন চোখের মেকআপের জন্য, স্মোকি আই লুক ট্রাই করতে পারেন। বাদামি আইশ্যাডো ব্যবহার করুন এবং আইলাইনার লাগান। উপরের এবং নীচের ল্যাশলাইনে কাজল লাগান। ঠোঁটের জন্য, ব্রাউন শেডের লিপস্টিক ব্যবহার করতে পারেন।

ট্র্যাডিশনাল মেকআপ লুক
যদি আপনি ক্লাসিক লুকের জন্য একটি লাল-সাদা কম্বিনেশনের শাড়ি বেছে থাকেন, সঙ্গে লাল টিপ পরতে চান- তবে এই মেকআপ আইডিয়া আপনার জন্য আদর্শ। এই লুকের জন্য, বেস মেকআপ হালকা রাখুন। গোলাপি রঙের ব্লাশ ব্যবহার করে মুখের ন্যাচারাল সৌন্দর্য বজায় রাখুন এবং একটি হাইলাইটার দিয়ে আপনার ফিচারগুলোকে উজ্জ্বল করুন।

ছোট্ট লাল টিপ যদি আপনার পছন্দের হয়, তাহলে প্রতিমার মতো চোখের মেকআপ আপনার জন্য পারফেক্ট। এক্ষেত্রে আপনার চোখের আইলিড সাজাতে ব্রোঞ্জ বা সোনালি শেডস লাগান। তারপর, একটি সাদা পেনসিল ব্যবহার করে অর্ধেক ওয়াটারলাইন মার্ক করুন এবং এটি একটি কালো কাজলের সঙ্গে মিশিয়ে দিন। উইংড আইলাইনার দিয়ে আপনার সম্পূর্ণ লুকটিকে বোল্ড করে তুলুন। ক্লাসিক লাল লিপস্টিক লাগান। নিখুঁত সমাপ্তির জন্য, সোনালি অ্যাক্সেসরিজ যেমন ইয়ারিং এবং ব্যাঙ্গলস পরুন।