নাট্যব্যক্তিত্ব এস এম আজাহার আলম ও উমা কুনঝুনওয়ালা থিয়েটারে বিশেষ অবদানের জন্য এলআইএফএফটি ইন্ডিয়া তাের অ্যাওয়ার্ড ২০২০ পাচ্ছেন। করােনা আবহের কারণে পুরস্কার বিতরণী ভার্চুয়াল অনুষ্ঠান পুনেতে হবে।
ডিজিটাল ব্যবস্থায় এই পুরস্কারের কথা ঘােষণা করা হয়েছে। লিফট- এর অধীনে অভিনয় জগতে কর্মরত ব্যক্তিদের দক্ষতাকে স্বীকৃতি জানাতেই এই পুরস্কারের সুচনা করেন রাজু বাজাজ।
Advertisement
তিনি জানান, এটা কোনও মামুলি সিনে উৎসব নয়, এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রের সাংস্কৃতিক বিষয়গুলির প্রতি গুরুত্ব প্রদান করে পুরস্কারে পুরস্কৃত করার ব্যবস্থা করা হয়। বিচারকদের মধ্যে পদ্মশ্রী রাম গােপাল বাজাজ, জ্ঞান সহায়, রাজেশ তােচরিভার, নয়ানী দিক্ষিত এবং অভিমন্যু রায় প্রমুখ উপস্থিত থাকবেন।
Advertisement
Advertisement



