• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

প্রথম বছর তুরি ফিল্মোৎসবের পুরস্কার প্রদান অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি– সম্প্রতি একটি ছোট অথচ রুচিময় অনুষ্ঠানের মাধ্যমে তুরি ফিল্ম কর্তৃপক্ষ তাদের প্রথম অণু ফিল্ম প্রতিযোগিতা এবং ফিল্ম উৎসবের বিজয়ীদের পুরস্কার প্রদান করলেন৷ প্রথম হয়েছে যে ছবি তার নাম, দিস ইজ নট দ্য এণ্ড, প্রযোজক ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতা, পরিচালক, ডা. সুপর্ণ গঙ্গোপাধ্যায়; দ্বিতীয়, তৃতীয় এবং জুরি পুরস্কার পাওয়া ছবিগুলি যথাক্রমে, অমৃত প্রকাশ– রিজারেকশন

নিজস্ব প্রতিনিধি– সম্প্রতি একটি ছোট অথচ রুচিময় অনুষ্ঠানের মাধ্যমে তুরি ফিল্ম কর্তৃপক্ষ তাদের প্রথম অণু ফিল্ম প্রতিযোগিতা এবং ফিল্ম উৎসবের বিজয়ীদের পুরস্কার প্রদান করলেন৷ প্রথম হয়েছে যে ছবি তার নাম, দিস ইজ নট দ্য এণ্ড, প্রযোজক ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতা, পরিচালক, ডা. সুপর্ণ গঙ্গোপাধ্যায়; দ্বিতীয়, তৃতীয় এবং জুরি পুরস্কার পাওয়া ছবিগুলি যথাক্রমে, অমৃত প্রকাশ– রিজারেকশন বাই ওঙ্কারনাথ, প্রযোজক, ওঙ্কারনাথ সংস্কৃতি সঙ্ঘ, পরিচালক সুদীপ্ত মুখার্জি; ননসেন্স, প্রযোজক ম্যামলেট প্রোডাকসন্স, পরিচালক অরিজিৎ দে; পারফেক্ট ম্যাচ, প্রযোজক-পরিচালক সৌরভ মুখার্জি; নেম? প্রযোজক, সত্যজিৎ রে ফিল্ম অ্যাণ্ড টেলিভিশন ইন্সটিটিউট, পরিচালক, মানস রুইদাস৷
পুরস্কার প্রদানে, এবং অণু ফিল্ম নির্মাতাদের উৎসাহ দেবার জন্য অনুষ্ঠানে এক ঝাঁক নামী ব্যাক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন, অরিন্দম শীল, অভিজিৎ গুহ, অভিজিৎ দাশগুপ্ত, অশোক বিশ্বনাথন, ঋতব্রত ভট্টাচার্য প্রমুখ ফিল্ম-ব্যক্তিত্ব, ক্রীড়াবিদ সুমিত মুখার্জি, শিল্পপতি গোবিন্দ সাহা (অ্যালেন হেলকেয়ার) এবং মানব-সম্পদ উন্নয়নের পরিচিত মুখ অনামিকা সাহা (ডিরেক্টর, এনএমডি প্লেসমেন্ট কনসালটেন্সি)৷

প্রসঙ্গত, ১৫ এপ্রিল থেকে দ্বিতীয় বছরের প্রতিযোগিতা-উৎসবের কাজ শুরু হয়ে গেছে৷ এ বছরও যে কোনও ভাষায় অণুছবি (৩০০ সেকেণ্ডের কম) জমা দিতে আহ্বান জানিয়েছে তুরি ফিল্ম কর্তৃপক্ষ৷ জমা দেবার শেষ তারিখ ১৫ জুন ২০২৪৷ জমা দিতে হবে– www.turifilm.com এ বছর জুরি বোর্ডে রয়েছেন, সুদেষ্ণা রায়, অশোক বিশ্বনাথন এবং সাগর কাপুর৷

Advertisement

Advertisement

Advertisement