• facebook
  • twitter
Friday, 13 December, 2024

বরুণ ধাওয়ানের জন্মদিন! শুভেচ্ছা শ্রদ্ধা, জ্যাকলিন থেকে কার্তিক আরিয়ানদের

মুম্বই– ‘তেরা ধ্যয়ান কিধার হ্যায়, তেরা হিরো ইধর হ্যায়’! আর সেই ‘হিরো’ বলিউডের জনপ্রিয় তারকা বরুণ ধাওয়ান৷ আজ তাঁর জন্মদিন৷ বুধবার তাঁর জন্মদিনে একাধিক তারকা শুভেচ্ছা জানিয়েছেন৷ শ্রদ্ধা কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ থেকে কার্তিক আরিয়ান, আয়ুষ্মান খুরানা সহ অনেকেই শুভেচ্ছা জানান বরুণকে৷ এদিন পরিবারের সঙ্গে কাটানো জন্মদিনের কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেন বরুণ৷ ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে

মুম্বই– ‘তেরা ধ্যয়ান কিধার হ্যায়, তেরা হিরো ইধর হ্যায়’! আর সেই ‘হিরো’ বলিউডের জনপ্রিয় তারকা বরুণ ধাওয়ান৷ আজ তাঁর জন্মদিন৷ বুধবার তাঁর জন্মদিনে একাধিক তারকা শুভেচ্ছা জানিয়েছেন৷ শ্রদ্ধা কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ থেকে কার্তিক আরিয়ান, আয়ুষ্মান খুরানা সহ অনেকেই শুভেচ্ছা জানান বরুণকে৷

এদিন পরিবারের সঙ্গে কাটানো জন্মদিনের কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেন বরুণ৷ ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দেন তাঁর কমেন্ট বক্স৷ একান্ত ব্যক্তিগতভাবে বরুণ তাঁর জন্মদিন কাটালেন৷
ছবিতে দেখা যায়, বাড়িতেই বরুণ পরিবারের সঙ্গে কেক কাটছেন৷ সঙ্গে ছিলেন মা, স্ত্রী ও তাঁর পোষ্য৷ কেক ও মোমবাতির আলোয় ঝলমল করছিল ডাইনিং টেবিল৷ ফুল দিয়ে সাজানো হয়েছিল ঘর৷ একটি ছবিতে বরুণের স্ত্রী নাতাশা ও ভাইজিকে পুজো দিতে দেখা গিয়েছে৷ বরুণ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বড় হচ্ছি, শিখছি, এখনও একই থাকার চেষ্টা করছি৷ সবাইকে ধন্যবাদ আমাকে শুভেচ্ছা জানানো আর ভালোবাসার জন্য’৷

করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়ে বলিউডের জগতে পা রাখেন বরুণ ধাওয়ান৷ তারপর থেকে একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি৷ আলিয়া ভাটের সঙ্গে তাঁর জুটিও জনপ্রিয় হয়৷ চলতি বছরের আগস্ট মাসে বড় পর্দায় আসতে চলেছে তাঁর নতুন ছবি
‘স্ত্রী ২’৷