Tag: WEIS

আজও হায়দরাবাদে নিজামের শাসন, কেসিআর, ওয়েইসিকে আক্রমণ শাহের

হায়দরাবাদ, ১৭ সেপ্টেম্বর– ১৯৪৮ সালে ১৭ সেপ্টেম্বর আত্মসমর্পণ করেছিলেন হায়দরাবাদের তৎকালীন নিজাম। ভারতীয় সেনার তৎপরতায় স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয় নিজামের শহর। পরে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলে কাছে আত্মসমর্পণের দলিল পেশ করেন নিজাম মীর ওসমান আলি খান। এ বছর সেই বিজয়ের ৭৫ বছর পূর্তির বিশেষ তাৎপর্য তো ছিলই। তার সঙ্গে যুক্ত হয়েছে ১৩… ...