টানা তিন ম্যাচ জিতে বিরাটদের চ্যাম্পিয়ন হওয়া কঠিন, মন্তব্য ভনের

টানা তিনটি ম্যাচে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়াটা খুবই কঠিন ব্যাপার। আর আরসিবির কাছে চ্যাম্পিয়ন হওয়াটা খুবই চ্যালেঞ্জিং এবং কঠিন।

Written by SNS Dubai | November 4, 2020 2:54 pm

মাইকেল ভন (ছবি: টুইটার | @MichaelVaughan)

প্লে-অফে খেলতে নামার আগেই চারটি ম্যাচ হেরে গিয়েছে আরসিবি দল। সেখানে যদিও বা প্লে-অফে কোয়ালিফাই করেছে যদি বিরাটরা প্রথম দুটি স্থানে থাকতে পারত তাহলে নয় একটা কথা ছিল, কারণ আইপিএলের নিয়মানুযায়ী প্রথম দু’টিস্থানে থাকতে পারলে প্রথম কোয়ালিফায়ারে হারলেও, ফাইনালে যাওয়ার একটা সুযােগ থাকে।

কিন্তু টানা তিনটি ম্যাচে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়াটা খুবই কঠিন ব্যাপার। আর আরসিবির কাছে চ্যাম্পিয়ন হওয়াটা খুবই চ্যালেঞ্জিং এবং কঠিন। বিশেষ করে টানা তিনটি ম্যাচে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব।

এখানে ক্রিকেটীয় ভাষায় যদি বিরাট কোহলিরা বিরাট অঘটন ঘটাতে পারে তাহলেই তারা প্রথমবার খেতাব নিজেদের হাতে তুলতে পারবে নচেৎ নয়, এমন কথাই জানাল