• facebook
  • twitter
Thursday, 24 April, 2025

বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক থাকবেন কি শান্ত?

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যাওয়ার পরে নিউজিল্যান্ডের কাছেও পরাস্ত হয়েছে বাংলাদেশ। দু’টি ম্যাচেই ব্যাটসম্যানরা রান পাননি।

ফাইল চিত্র

ভারতের কাছে হেরে যাওয়ার পরে বাংলাদেশের ক্রিকেটাররা দারুণভাবে হতাশ। চ্যাম্পিয়ন্স ট্রফির থেকে তাঁরা ছিটকে গিয়েছে। এই ছিটকে যাওয়ার কারণে দলের সতীর্থ ক্রিকেটাররা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দায়ী করেছেন। এই খবর জানার পরে অধিনায়ক শান্ত বেশ ব্যথিত। হয়তো সেই কারণেই বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলিতে তিনি দায়িত্ব পালন করবেন কিনা, তা নিয়ে ভাবনা শুরু হয়েছে। আসলে বেশ কিছু ব্যাটসম্যান বাদ চলে যাবেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পরেই। সেই তালিকায় অধিনায়ক শান্তর নামটাও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যাওয়ার পরে নিউজিল্যান্ডের কাছেও পরাস্ত হয়েছে বাংলাদেশ। দু’টি ম্যাচেই ব্যাটসম্যানরা রান পাননি। এই নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। অনেকের অভিমত, বাংলাদেশকে সেইভাবে উজ্জ্বল করতে পারেননি ব্যাটসম্যানরা। তাই দেশে ফিরে গিয়ে হয়তো আরও বেশি সমালোচনার মুখে পড়তে পারেন তাঁরা। সেই কারণে এখন থেকেই প্রস্তুতি নিয়েছেন অধিনায়ক শান্ত। তিনি আদৌ দায়িত্ব পালন করবেন কিনা, সেই ভাবনাই তাঁর কাছে এখন বড় হয়ে দেখা দিয়েছে।