বৃহস্পতিবার মুম্বই-হায়দরাবাদ ম্যাচে একটি অদ্ভুত কান্ড ঘটে গেল। বোলার মোটেও নো বল করেননি। সঠিকভাবে ক্যাচ ধরলেন ফিল্ডার, কিন্তু তাও উইকেট পাওয়া গেল না। উলটে বলটি নো বল হয়ে ফ্রি-হিটের খেসারত গুনতে হল। গোটা ঘটনাটি ঘটে উইকেটরক্ষকের ভুলে।
হায়দরাবাদের বিরুদ্ধে ১৬৩ রান তাড়া করতে নেমে সপ্তম ওভারের পঞ্চম বলে ভুল শট মেরে শূন্যে ক্যাচ তোলেন মুম্বইয়ের রায়ান রিকেলটন। ওভার করছিলেন জিশান আনসারি। নিখুঁতভাবে ক্যাচটি ধরেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। আউট হয়ে রিকেলটন প্যাভিলিয়নমুখী হলে থার্ড আম্পায়ার তাঁকে অপেক্ষা করতে বলেন। পরে রিপ্লেতে দেখা যায়, রিকেলটন যখন বল মেরেছেন তখন উইকেটরক্ষক ক্লাসেনের গ্লাভস পিচের মধ্যে চলে এসেছে। নিয়ম অনুযায়ী, বল ক্রিজ পেরোনোর আগে কিপারের গ্লাভস যদি ক্রিজে ঢুকে যায় তাহলে সেটাকে ‘নো’ বল হিসাবে ধরা হয়, আর ঠিক এই নিয়ম মেনেই কার্যত নো বল ডাকেন আম্পায়ার। ফলে রিকেলটনের উইকেটটা বেঁচে যায় এবং তার ঠিক পরেই মুম্বই একটি ফ্রি-হিট পায়।
মুম্বই ম্যাচের ওই নো-বল দেখে বিরক্তি প্রকাশ করেছেন কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তী। বরুণের বক্তব্য, এভাবে নো বল হওয়াটা বোলারদের পক্ষে অসুবিধার। বলতে গেলে বিনা দোষে বোলারদের শাস্তি পেতে হচ্ছে। তিনি বলেন, ‘এভাবে উইকেটরক্ষকের গ্লাভস যদি উইকেটের সামনে চলে আসে, তা হলে ডেড বল ঘোষণা করা উচিত। কোনওভাবেই নো-বল বা ফ্রি হিট দেওয়া উচিত নয়। এক্ষেত্রে উইকেটরক্ষককে সতর্ক করা উচিত।’