একদিনের ম্যাচে অনিশ্চিত বিরাট কোহলি

প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি অনিশ্চিত হয়ে গেলেন খেলাতে। তিনি কুচকিতে চোট পেয়েছেন।

Written by SNS London | July 12, 2022 4:14 pm

প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি অনিশ্চিত হয়ে গেলেন খেলাতে। তিনি কুচকিতে চোট পেয়েছেন।

তবে কী ধরনের চোট, সে বিষয়ে পরিষ্কার কোনও ধারণা জানা যায়নি ভারতীয় শিবির থেকে। এমনকি পরের দু’টি ম্যাচেও বিরাট খেলতে পারবেন কিনা, তাও স্পষ্ট নয়।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ম্যাচে কোহলি ফিল্ডিংয়ের সময় কুচকিতে চোট পেয়েছিলেন। সেই চোট থেকে নিরাময় পেতে চিকিৎসকরা বিশ্রামের কথা বলেছিলেন।

এদিন নটিংহ্যাম থেকে লন্ডনে ভারতীয় দলের সঙ্গে বিরাট কোহলি যাননি। ঐচ্ছিক অনুশীলন ছিল ভারতীয় দলের। অনুশীলনেও হাজির ছিলেন না তিনি।

একদিনের সিরিজে দলে থাকা শিখর ধাওয়ান, শার্দুল ঠাকুর ও প্রসিদ্ধ কৃষ্ণ অনুশীলন করেন। কোহলির চোটের কারণে এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে দল ঘোষণা করা হয়নি।

শোনা যাচ্ছে ম্যাঞ্চেস্টারে শেষ একদিনের ম্যাচে খেলার পর চাটার্ড বিমানে ওয়েস্ট ইন্ডিজের পোর্ট অফ স্পেনে উড়ে যাবে ভারতীয় দল। আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোভিডের কারণেই।