ভারতীয় ক্রিকেটে মহাতারকা বলতেই সবচেয়ে আগে যে নামটা উঠে আসে তিনি হলেন বিরাট কোহলি। নিঃসন্দেহে তিনি ক্রিকেট দুনিয়ায় পোস্টার বয়। আর বিরাট মাঠে নামবে অর্ত নতুন রেকর্ডের হাতছানি। রবিবার পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে নয়া ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন বিরাট কোহলি। তবে ব্যাটসম্যান হিসেবে নন। একজন দক্ষ ফিল্ডার হিসেবে নিজেকে তুলে ধরলেন। তিনি যে বড় মাপের ফিল্ডার তা অনেক খেলায় দেখতে পাওয়া গেছে। তিনি মাঠে ডাইভ মেরে যেমন ক্যাচ ধরেন, তেমনি কত বল বাঁচিয়ে দেন। বিপক্ষ দল রান করতে ব্যর্থ হয়েছে।
এদিন পাকিস্তান দলের বিপক্ষে কুলদীপ যাদবের বলে লংঅনে দাঁড়িয়ে থাকা কোহলির হাতে বন্দি হন নাসিম শাহ। এই ক্যাচটি একদিনের ক্রিকেটে তাঁর ১৫৮ তম ক্যাচ। তবে তার আগেই রেকর্ড গড়া হয়েছিল কোহলির। খুশদিল শাহের ব্যাট থেকে উড়ে আসা বলটি ধরেন কোহলি। তখনই নজির গড়া হয়ে যায় কোহলির। ভারতের হয়ে আন্তর্জাতিক একদেনর ক্রিকেটে আর কোনও ক্রিকেটার এতো ক্যাচ ধরার কৃতিত্ব দেখাতে পারেননি।
মহম্মদ আজাহারউদ্দিনের সর্বকালীন ক্যাচ ধরার রেকর্ডকে ভেঙে দিলেন বিরাট। আজাহারউদ্দিন ১৫৬টি ক্যাচ ধরেছিলেন। আর ১৫৮টি ক্যাচ ধরে সেই রেকর্ডকে টপকে গেলেন বিরাট কোহলি।
এদিকে পাকিস্তানের বাবর আজম আউট হয়ে প্যাভেলিয়নের দিকে পা বাড়িয়েছেন, তখন বিরাট কোহলি এগিয়ে এসে বাবরের পিঠে হাত দিয়ে বললেন খারাপ সময়টা ঠিক হয়ে যাবে। আবার বাবর কোহলিকে বললেন, হ্যাঁ একদম। দুজনের সৌহার্দ্য ক্রিকেট মাঠে অন্য পরিচয় দেখতে পাওয়া গেল।