চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব ভালো ছন্দে রয়েছেন বিরাট কোহলি। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরির পর মঙ্গলবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রানের মূল্যবান ইনিংস খেলে প্রমাণ করে দিয়েছেন যে তাঁকে কেন ‘কিং’ বলে অভিহিত করা হয়।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বিরাটের ওয়ানডে র্যাঙ্কিং ছিল ৬। টুর্নামেন্টের প্রথম ম্যাচ, বাংলাদেশের বিরুদ্ধে রান না পেলেও দ্বিতীয় খেলায় কোহলি পাকিস্তানের বিরুদ্ধে ১১১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন। এরপরেই ক্রমতালিকায় ৫ নম্বরে উঠে আসেন তিনি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রানের ইনিংস খেলে বিরাট রোহিত শর্মাকে পিছনে ফেলে ৪ নম্বরে উঠে এলেন, ৭৪৭ পয়েন্ট নিয়ে।
Advertisement
এই তালিকায় বিরাটের আগে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যান শুভমন গিল (৭৯১ পয়েন্ট), পাকিস্তানের বাবর আজম (৭৭০ পয়েন্ট) এবং দক্ষিণ আফ্রিকার হেনরিচ ক্লাসেন (৭৬০ পয়েন্ট)। চলতি টুর্নামেন্টে এখনও অবধি মোট ২১৭ রান করেছেন বিরাট এবং সর্বোচ্চ রান প্রাপকদের তালিকায় ৩ নম্বরে রয়েছেন। বিরাটের ফর্মে ফেরা প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে ভারতীয় শিবিরে, ফাইনাল জেতার জন্য।
Advertisement
Advertisement



