• facebook
  • twitter
Wednesday, 21 January, 2026

এক ম্যাচে তিন গোলরক্ষক

প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। দ্বিতীয়ার্ধে পরিবর্ত গোলরক্ষক হিসেবে জামাল সালিমকে নামান উগান্ডার কোচ।

প্রতীকী চিত্র

এক ফুটবল ম্যাচে তিন গোলরক্ষক খেললো। তাও আবার একটি দলের হয়ে। এমনই অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। ফুটবল মাঠে অবাক করা এই কাণ্ড ঘটাল উগান্ডা। আফ্রিকান কাপ অফ নেশনসে নাইজেরিয়ার বিরুদ্ধে একই ম্যাচে তিন জন গোলরক্ষক খেলালো তারা।

তারপরেও নাইজেরিয়ার কাছে ১-৩ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হল তাদের। তবে, একই ম্যাচে তিনজন গোলরক্ষককে মাঠে নামানোর কারণটা একেবারেই আলাদা। কিছুটা বাধ্য হয়েই এই কাজ করতে হল তাদের। উগান্ডার হয়ে খেলা শুরু করেছিলেন তাদের এক নম্বর গোলরক্ষর ডেনিস ওনিয়াঙ্গো।

Advertisement

প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। দ্বিতীয়ার্ধে পরিবর্ত গোলরক্ষক হিসেবে জামাল সালিমকে নামান উগান্ডার কোচ। কিন্তু, কিছুক্ষণের মধ্যেই বিপক্ষের খেলোয়াড় ভিক্টর ওসিমহেনকে বক্সের বাইরে ফাউল করলে তাঁকে সরাসরি লালকার্ড দেখান রেফারি। বাধ্য হয়ে তৃতীয় গোলরক্ষক নাফিয়ান আলিয়োঞ্জিকে নামাতে বাধ্য হয়ে উগান্ডা। তিনি নেমে কয়েকটি ভাল সেভ করলেও শেষপর্যন্ত ১-৩ গোলে হেরে যায় উগান্ডা।

Advertisement

Advertisement