• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হংকংয়ের বিরুদ্ধে ভারতীয় দলে বাংলার কোনও ফুটবলার নেই

আক্রমণভাগে সুনীল ছেত্রীকে রেখে মনবীর সিং, সুহেল আহমেদ ভাটকে বা লালরিন ডিকাকে প্রথম একাদশে দেখা যেতে পারে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের খেলায় ভারতীয় দল মুখোমুখি হবে হংকংয়ের বিরুদ্ধে। আগামী ১০ জুন কাইতাক স্পোর্টস পার্কে ভারত খেলতে নামবে হংকংয়ের সঙ্গে। ভারতীয় দলের কোচ মানোলো মার্কুয়েজ ২৫ জনের দল ঘোষণা করেছেন। ভারতীয় দলে বাংলার কোনও খেলোয়াড় নেই। দলে একমাত্র ডিফেন্ডার শুভাশিস বোস থাকলেও, থাইল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ২-০ গোলে হেরে যাওয়ার পরে স্বাভাবিকভাবে ভারতীয় শিবিরে বিরাট একটা হতাশা দেখতে পাওয়া গিয়েছে। তারপরে শুভাশিস চোট পাওয়ায় দেশে ফিরে আসছেন। এখানে উল্লেখ করা যেতে পারে, আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টসে নেতৃত্ব দিয়ে লিগ-শিল্ড ও কাপ জিতেছেন শুভাশিস। এমনকি শুভাশিস ছ’টা গোলও করেছেন। এই সাফল্য পাওয়ার পরেও সেই অর্থে শুভাশিসের জাতীয় দলে জায়গা হল না। শুভাশিসের চোট বললেও কোচের পছন্দের তালিকায় তিনি ছিলেন না।

কোচ মানোলো দল গঠনে বিশেষ সাহসী ভূমিকা নেওয়ার কথা বলেছেন। আসলে শুভাশিস অভিজ্ঞ খেলোয়াড় হলেও এই মুহূর্তে ফর্মে নেই। এমনকি প্রীতি ম্যাচে শুভাশিস খেলেননি। আসলে কোচ অভিজ্ঞ খেলোয়াড়দের তুলনায় তরুণ ও অনভিজ্ঞ খেলোয়াড়দের উপরেই রক্ষণভাগের কথা ভেবেছেন। শুভাশিস দলে না থাকায় অবশ্যই রক্ষণভাগ নিয়ে চিন্তায় পড়তে হবে ভারতীয় দলকে। ভারতীয় দলে প্রায় ৪০ বছর বয়সী সুনীল ছেত্রীকে রাখা হয়েছে। কোচের অভিমত, মাঠে পুরো ভারতীয় দলটাকে তিনি পরিচালনা করতে পারবেন অভিজ্ঞতার মধ্য দিয়ে। বিদেশের মাটিতে খেলতে গেলে সুনীল ছেত্রীর মতো খেলোয়াড়ের খুব প্রয়োজন হয়েছে। চার গোলরক্ষককে রাখা হয়েছে দলে। তাঁদের মধ্যে বিশাল কাইথ বা অরমন্দির সিংয়ের মধ্যে প্রথম ১১ জনের নাম উঠে আসবে। রক্ষণভাগে সন্দেশ জিঙ্ঘল থাকলেও তাঁর চোট নিয়ে ভাবনার মধ্যে রয়েছে। আনোয়ার আলি ও বরিস সিংকে প্রথম একাদশে রাখার ভাবনায় অবশ্যই কোচ এগিয়ে থাকবেন। তবে রাহুল ভেকে ও অভিষেক সিংকে নিয়ে ভাবনায় রয়েছেন কোচ। মাঝমাঠে অবশ্যই উদান্ত সিং, লিস্টন কোলাসো, আসিক কুরুনিয়ান ও নওরেম মহেশ সিংকে নিয়ে দল গঠনে চেষ্টা করবেন। আক্রমণভাগে সুনীল ছেত্রীকে রেখে মনবীর সিং, সুহেল আহমেদ ভাটকে বা লালরিন ডিকাকে প্রথম একাদশে দেখা যেতে পারে।

Advertisement

ভারতীয় দল : গোলরক্ষক— বিশাল কাইথ, গুরমিত সিং, অমরিন্দর সিং ও হৃত্বিক তিওয়ারি। ডিফেন্ডার : নাওরেম রোশন সিং, রাহুল ভেকে, চিংলেনসানা সিং, আনোয়ার আলি, বরিস সিং, সন্দেশ ঝিঙ্গান, আশিস রাই ও অভিষেক সিং। মিডফিল্ডার : সুরেশ সিং ওয়াংঝাম, নাওরেম মহেশ সিং, নিখিল প্রভু, আয়ুষ ছেত্রী, উদান্তা সিং, লালেংমাউয়া রালতে, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান ও ব্রেন্ডন ফার্নান্দেজ। ফরোয়ার্ড : সুনীল ছেত্রী, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, চাংতে ও সুহেল ভাট।

Advertisement

Advertisement