দক্ষিণ আফ্রিকার মারিয়াস এরাসমাস এবং ইংল্যান্ডের রিচার্ড ক্যাটেলরো চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অনফিল্ড আম্পায়র হিসাবে থাকবেন, শুক্রবার তা আইসিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
পাশাপাশি টিভি আম্পায়রের দায়িত্বে থাকছেন ভারতের নীতিন মেনন। চতুর্থ আম্পায়র হিসাবে থাকছেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। ফাইনালে ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন রঞ্জন মুদুগুলে।
Advertisement
রবিবার মরু শহরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এবারে গোটা বিশ্ব দেখতে পাবে নতুন টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলকে। কারণ ফাইনালে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এই দু’টি দলই এখনও পর্যন্ত কোনও বার টি – টোয়েন্টির খেতাব নিজেদের মুঠোয় করে নিতে পারেনি।
Advertisement
Advertisement



