পাকিস্তানের মাটিতে নিরাপত্তার জন্য একেবারে শেষ মুহূর্তে পাক সফর ছেড়ে দেশে ফিরে এসেছিল নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। আর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করবে নিউজিল্যান্ড।
এই ব্যাপারে কথা বলতে গিয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি সুড বলেন, আমরা মোটেই এ ব্যাপারটা নিয়ে ভাবতে রাজি নই। আর পাকিস্তানের সঙ্গে সিরিজ না হওয়াটা সেটা আমাদের হাতে ছিল না। তাই ওটা আমাদের খেলোয়াড়দের মানসিকতায় চিড় ধরাবে না।
Advertisement
আমাদের ক্রিকেটাররা নিজেদের সেরা খেলাটা মেলে ধরার জন্য প্রস্তুত। এবং তারা ওই ব্যাপারটার দিকে নয়, নিজেদের খেলার দিকে ফোকাস করে।আমাদের দলের ক্রিকেটাররা নিজেদের সেরা খেলাটা উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তারা ওইসব ছোটখাট ব্যাপার নিয়ে কখনো মাথা ঘামাতে নারাজ।
Advertisement
Advertisement



