• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

সফলতম অ্যাওয়ে ভেন্যু এমসিজি

এই স্টেডিয়ামে ভারতের এটি চতুর্থ জয়।ফলে অ্যাওয়ে মাঠে জয়ের ক্ষেত্রে ভারতের সফলতম মাঠ হল মেলবাের্ন। ইংল্যান্ডের পরে ভারত দ্বিতীয় দল মেলবাের্নে চতুর্থ জয়।

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: iStock)

গতবারও এখানে ১৩৭ রানে জয় তুলে নিয়েছিল ভারতীয় দল বর্ডার-গাভাসকার সিরিজে। এবারও একই কাজ করে দেখাল তাও তারকাহীন অবস্থায়। মঙ্গলবার আট উইকেটে দ্বিতীয় টেস্টের চতুর্থদিনে জয় তুলে নিয়ে ভারতীয় ক্রিকেটাররা। চার ম্যাচের সিরিজে ( ১-১ ) ম্যাচের ব্যবধানে সিরিজে সমতা ফেরাল।

পাশাপাশি এই স্টেডিয়ামে ভারতের এটি চতুর্থ জয়। ফলে অ্যাওয়ে মাঠে জয়ের ক্ষেত্রে ভারতের সফলতম মাঠ হল মেলবাের্ন। ইংল্যান্ডের পরে ভারত দ্বিতীয় দল হিসেবে মেলবাের্নে চতুর্থ জয় পেল। ভারতের অন্যান্য সফলতম ভেন্যর মধ্যে রয়েছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগাে কুইন্স পার্ক ওভাল, কিংস্টনের সাবইনা পার্ক এবং কলম্বাের সিংহলিজ স্পাের্টস ক্লাব।

Advertisement

Advertisement

Advertisement