• facebook
  • twitter
Friday, 24 January, 2025

গাছে উঠে আত্মহত্যার চেষ্টা, বুঝিয়ে নামানোর চেষ্টায় সুয়ারেজ

শুক্রবার রাতে উরুগুয়ের কানেলোনেস ডিপার্টমেন্টের সিউদাদ দে লা কস্তা শহরে ৪৯ বছর বয়সী এক ব্যক্তি ৬ মিটার উঁচ একটি গাছে উঠে আত্মহত্যার হুমকি দিতে শুরু করেন।

ফুটবলের বাইরে বিভিন্ন সময় নানা ধরনের কর্মকাণ্ডের কারণে সংবাদের শিরোনাম হতে দেখা যায় লুইস সুয়ারজকে। কখনো কামড় দিয়ে আবার কখনো কোচকে তুলাধোনা করে আলোচনায় এসেছেন তিনি। তবে সেই সুয়ারেজ এবার সংবাদের শিরোনাম হলেন দারুণ এক ইতিবাচক কারণে। আত্মহত্যা করতে যাওয়া এক ব্যক্তিকে সিদ্ধান্ত বদলাতে সাহায্য করেছেন উরুগুয়ের এই কিংবদন্তি ফুটবলার।

ঘটনাটি ঘটেছে উরুগুয়ের স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শনিবার বিকেলের মধ্যে। জানা গেছে, শুক্রবার রাতে উরুগুয়ের কানেলোনেস ডিপার্টমেন্টের সিউদাদ দে লা কস্তা শহরে ৪৯ বছর বয়সী এক ব্যক্তি ৬ মিটার উঁচ একটি গাছে উঠে আত্মহত্যার হুমকি দিতে শুরু করেন। লোকটির দাবি, যদি তাঁর সঙ্গী সেখানে এসে দেখা না দেন, তবে তিনি আত্মহত্যা করবেন।

এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় ২০ ঘণ্টা ধরে চলেছে নানা নাটকীয়তা। এ সময় জরুরি ভিত্তিতে বিশেষ নিরাপত্তা বাহিনী রিপাবলিকান গার্ডের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে উৎসুক অনেকেও জড়ো হন। উরুগুয়ের ফুটবল তারকা লুইস সুয়ারেজের বাড়ি কাছাকাছিই। স্ত্রী সোফি বালবিকে নিয়ে হাঁটতে বের হওয়ার পর একপর্যায়ে সুয়ারেজও সেখানে উপস্থিত হন।

জানা গেছে, স্থানীয় সময় আনুমানিক রাত ১১টার দিকে ঘটনাটির সূত্রপাত হয়। আত্মহত্যা করতে যাওয়া লোকটি বলছিলেন, তাঁর সঙ্গী যদি ঘটনাস্থলে না আসেন, তবে তিনি নিজের জীবন দিয়ে নেবেন। তাঁর গলায় দড়ি প্যাঁচানো ছিল। খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করেন।