• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পড়ুয়াদের নিয়ে বর্ধমান পূর্ব চক্রের ক্রীড়া প্রতিযোগিতা

উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় , শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার

নিজস্ব চিত্র

জেলার জামালপুর ব্লকের পাঁচড়া হাই স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে পূর্ব বর্ধমান চক্রের ৪২ তম বার্ষিক শীত কালীন খেলাধুলার আসর। জামালপুর, রায়না, সাতগাছিয়া, খন্ডঘোষ, মেমারি চক্রের স্কুল পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সুন্দর পরিবেশে উৎসবের আবহে , মশাল প্রজ্বলন ,জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় ও রাজ্য সংগীত পরিবেশনের মাধ্যমে সূচনা হয় উক্ত খেলাধূলার উৎসবের। বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে পূর্ণতা পায় এই বাৎসরিক খেলাধুলার অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক বুদ্ধদেব পান, বিডিও পার্থসারথি দে, ডিআই দেবব্রত পাল, মহাশয়, সহ সমস্ত সরকারি আধিকারিক রা। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় , শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার। ছিলেন জামালপুর এর বিধায়ক অলোক কুমার মাঝি , মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য , পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। প্রতিযোগিতা ঘিরে বিভিন্ন ব্লকের প্রতিযোগিদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Advertisement

Advertisement

Advertisement