• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দ্বিতীয় রাউন্ডে সিন্ধু-শ্রীকান্ত

অলিম্পিকের পদকজয়ী পিভি সিন্ধু এবং বিশ্ব চ্যাম্পিয়শিপে রুপোর পদক জয়ী শ্রীকান্ত জার্মান ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন।

পিভি সিন্ধু (ছবি: IANS)

অলিম্পিকের আসরে দু’বারের পদকজয়ী পিভি সিন্ধু এবং বিশ্ব চ্যাম্পিয়শিপে রুপোর পদক জয়ী কিদাম্বী শ্রীকান্ত জার্মান ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন মঙ্গলবার।

সপ্তম বাছাই সিন্ধু হারান তাইল্যান্ডের শাটলার বুসাননকে। খেলার ফলাফল ২১-৮, ২১-৭ গেমে। অন্য খেলায় কিদাম্বী শ্রীকান্ত পরাজিত ফ্রান্সের শাটলারকে। খেলার ফলাফল ২১-১০, ১৩-২১, ২১-৭ গেমে।

Advertisement

Advertisement

Advertisement