• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

পিঙ্ক বল টেস্টের আগে বড় সুখবর, ফিট শুভমন গিল

টিম ইন্ডিয়ার হয়ে তিন নম্বরে খেলা শুভমান গিলকে অনুশীলনে ফিরেছেন। বুড়ো আঙুলের চোটের কারণে পার্থ টেস্টে অংশ নিতে পারেননি তিনি।

পার্থ টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারতীয় দল। এখন অস্ট্রেলিয়ার বিরুদ্দে দ্বিতীয় এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ দিন-রাতের টেস্ট। এই সিরিজের দ্বিতীয় ম্যাচটি অ্যাডিলেডে হবে, যেখানে গোলাপি বল ব্যবহার করা হবে। টিম ইন্ডিয়ার গোলাপি বলে খুব বেশি অভিজ্ঞতা নেই, তাই এই ম্যাচটিকে খুব কঠিন বলে মনে করা হচ্ছে। তবে এই ম্যাচের এখনও প্রায় ১ সপ্তাহ বাকি। এর আগে একটি বড় সুখবর এসেছে, যা ভারতীয় ভক্তদের খুশি করলেও অস্ট্রেলিয়ার স্নায়ুর চাপ বাড়াবে।

পিঙ্ক বল টেস্টের আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু’দিনের দিন -রাতের অনুশীলন ম্যাচ খেলবে রোহিত শর্মার দল। ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচের জন্য খেলোয়াড়রা পৌঁছেছেন ক্যানবেরায়। টিম ইন্ডিয়ার হয়ে তিন নম্বরে খেলা শুভমান গিলকে অনুশীলনে ফিরেছেন। বুড়ো আঙুলের চোটের কারণে পার্থ টেস্টে অংশ নিতে পারেননি তিনি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তিনি এখন সম্পূর্ণ সেরে উঠেছেন। তাঁর বুড়ো আঙুলের ব্যান্ডেজ পুরোপুরি খুলে ফেলা হয়েছে।

নেটে নামা ছাড়াও, গিল দলের ফার্স্ট বোলার আকাশ দীপ, হর্ষিত রানা এবং যশ দয়ালের বিরুদ্ধে ব্যাট করেন। তাঁর  দলে ফেরা টিম ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তিনি দীর্ঘদিন ধরেই তিন নম্বরে ব্যাট করছেন। এছাড়া অস্ট্রেলিয়ায় তাঁর ব্যাটিংয়ের অভিজ্ঞতা রয়েছে। গিল অস্ট্রেলিয়ায় ৩ ম্যাচে ৫১ গড়ে ২৫৯ রান করেছেন, যার মধ্যে দুটি হাফ সেঞ্চুরি রয়েছে। গিলের অনুপস্থিতিতে দেবদত্ত পদিকল তাঁর জায়গা নেন।

শুভমান গিলকে ভারতীয় দলের নেট সেশনে ব্যাট করতে দেখা গিয়েছে। তবে তিনি দিন-রাতের অনুশীলন ম্যাচে অংশ নেবেন কি না সে সম্পর্কে কোনও আপডেট পাওয়া যায়নি। তবে অ্যাডিলেডে অনুষ্ঠিত হতে চলা ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। ২৯ নভেম্বর ক্যানবেরায় অনুশীলন করবে ভারতীয় দল। এরপর ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে দু’দিনের ম্যাচ খেলে ২ ডিসেম্বর অ্যাডিলেডের উদ্দেশ্যে রওনা হবে।