৬৯তম জাতীয় স্কুল গেমস টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো তামিলনাড়ুর পেরামবালুড়ে। অনূর্ধ্ব ১৭ বছর বালিকাদের এই প্রতিযোগিতায় বাংলার শ্রেয়া ধর ব্যক্তিগত বিভাগে ভারত সেরা হয়ে সোনা পদক লাভ করে। এই বিভাগেই অঙ্কলিকা চক্রবর্তী তৃতীয় স্থান লাভ করে ব্রোঞ্জ পায়।
অপরদিকে অনূর্ধ্ব ১৭ বছরের বালক বিভাগে দেবরাজ ভট্টাচার্য ব্যক্তিগত বিভাগে তৃতীয় স্থান লাভ করে ব্রোঞ্জ পদক পেল। অনূর্ধ্ব ১৭ বছরের বালকদের দলগত বিভাগে পশ্চিমবঙ্গ বিদ্যালয় দল তৃতীয় স্থান লাভ করে। দলের সদস্য দেবরাজ ভট্টাচার্য, রাজদীপ সেন, দেবায়ুধ নন্দী, কৌস্তব চক্রবর্তী ও অনীশ মুখোপাধ্যায়।
Advertisement
ইতিপূর্বে অনূর্ধ্ব ১৯ বছর বালক ও বালিকা বিভাগে বাংলা দারুণ সাফল্য পায়। দলগত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলার ছেলেদের দল এবং মেয়েরা বিজিত হয়। ব্যক্তিগত ইভেন্টে ছেলেদের মধ্যে ঐশিক দাস সোনা এবং নন্দিনী সাহা রুপো পেয়েছিল। ক্রীড়াবিদদের মতে টেবিল টেনিসে এই ধারাবাহিক সফলতা ধরে রাখার জন্য স্কুলের স্তরে টেবিল টেনিস একাডেমি গড়ে তোলার প্রয়োজন।
Advertisement
Advertisement



