• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

শিবম দুবে ও অভিষেক শর্মাকে টি-২০ বিশ্বকাপ দলে দেখতে চান যুবরাজ

দিল্লি– সিএসকে এসে নিজের চেহারা নাকি বদলে ফেলেছেন শিভম দুবে৷ চেহারা বলতে তাঁর ব্যাটিং ক্যারিশ্মা৷ গত আইপিএল মরশুমে নিজেকে আলাদভাবে চিনিয়েছিলেন৷ এবারও সেই মেজাজে তাঁকে দেখতে পাওয়া যাচ্ছে৷ উল্টোদিকে অভিষেক শর্মা আরও ভয়ঙ্কর মেজাজে খেলছেন৷ জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং বলছেন, আসন্ন টি২০ বিশ্বকাপ দলে এদের না দেখলে অবাক হতে হবে৷ আইপিএল ফরম্যাটে বিশ্বকাপ

দিল্লি– সিএসকে এসে নিজের চেহারা নাকি বদলে ফেলেছেন শিভম দুবে৷ চেহারা বলতে তাঁর ব্যাটিং ক্যারিশ্মা৷ গত আইপিএল মরশুমে নিজেকে আলাদভাবে চিনিয়েছিলেন৷ এবারও সেই মেজাজে তাঁকে দেখতে পাওয়া যাচ্ছে৷ উল্টোদিকে অভিষেক শর্মা আরও ভয়ঙ্কর মেজাজে খেলছেন৷ জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং বলছেন, আসন্ন টি২০ বিশ্বকাপ দলে এদের না দেখলে অবাক হতে হবে৷ আইপিএল ফরম্যাটে বিশ্বকাপ হবে৷ এখানে এমন মেজাজে খেললে ক্যারিবিয়ানদের দেশে ভাল করতে পারবে না কেন! সেখানে উইকেটে বিরাট কিছু ফারাক থাকবে না৷ তাই নির্বাচকরা এই দুই ক্রিকেটারকে দলে নিয়ে নিতে পারে৷

একটা ম্যাচের কথা টেনে দুজন ক্রিকেটারের মানসিকতা বোঝাতে চেয়েছেন যুবরাজ৷ তিনি বলছেন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সিএসকে-এর খেলার কথা ধরুন৷ মানছি সেদিন উইকেটে বড় স্ট্রোক খেলা কঠিন ছিল৷ মন্থর উইকেটে নিজেকে মানিয়ে নিয়ে রান তোলা সহজ ছিল না৷ কিন্ত্ত শিভম উইকেটে এসে দেখিয়ে দিয়েছিল, এখানেও রান করা যায়৷ ওর ব্যাটিং তা প্রমান করে দিয়েছে৷ ৪৫ রানের ইনিংসে অ্নেক কিছু দেখতে পেয়েছি৷ পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে যে ক্রিকেট খেলেছে তা কোনও কিছুর সঙ্গে তুলনা করা যায় না৷ শিভম ছাড়া বাকিদের মধ্যে তা দেখতে পাইনি৷ এই কারনে ওকে বেশি করে মনে ধরেছে৷

শিভমের পাশাপাশি অভিষেক কী দারুন শুরুটা না করল৷ উইকেট দেখে বুঝে গিয়েছিল, এখানে পডে় থাকলে রান করা কঠিন হবে৷ নতুন বলকে আক্রমন করলে রান আসবে৷ তাই পাওয়ার প্লে-কে বেছে নিয়েছিল৷ এর একটা সুবিধাও ছিল৷ তিরিশ গজ বৃত্তের বাইরে মাত্র দুজন ফিল্ডার থাকায় বড় স্ট্রোকে চলে গেল ১২ বল-এর ছোট্ট ইনিংসে করল ৩৭ রান৷ ম্যাচ কিন্ত্ত হায়দরাবাদ সেখান থেকে নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছে৷ এই মানসিকতা হঠাৎ করে হয় না৷ খেলতে খেলতে নিজেকে তৈরি করে নিতে হয়৷ ওরা সেটা করে দেখিয়েছে৷ এখন বড় আসরে খেলার জন্য তৈরি৷ তাই বিশ্বকাপ দলে ওদের দেখতে না পেলেই অবাক হব৷