• facebook
  • twitter
Sunday, 3 November, 2024

প্যারা অলিম্পিক্সে ভারতের শীতলের কৃতিত্ব

ভারতীয় প্যারা অ্যাথলিট শীতল দেবী একমাত্র আন্তর্জাতিক মহিলা তিরন্দাজ।

প্যারা অলিম্পিক্স গেমসের প্রথম দিনেই ভারতের মুখ উজ্জ্বল করলেন শীতল দেবী। মাত্র সতের বছর বয়সী জম্মুকাশ্মীরের মেয়ে শীতল শুটিং রেঞ্জে মেয়েদের কম্পাউন্ড ওপেন র‍্যাঙ্কিং পর্বে ৭০৩ পয়েন্ট করে বিশ্বরেকর্ডও গড়েছিলেন। তবে, বিশ্বরেকর্ড ভেঙেও শেষ পর্যন্ত ১ পয়েন্টে তাঁকে ছাপিয়ে গেলেন তুর্কির তিরন্দাজ। এবারের প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগী ভারতীয় প্যারা অ্যাথলিট শীতল দেবী। তুর্কির প্যারা তিরন্দাজ ওজনুর ও শীতল দেবীর টক্কর হচ্ছিল প্রতিটি মুহূর্তে। ৫৯টি ১০এস মারেন। তাঁর মোট পয়েন্ট হয় ৭০৩। গেমস রেকর্ড ও বিশ্বরেকর্ড ভেঙেছেন কিন্তু তুর্কির তিরন্দাজ ৫৬টি ১০এস করে ৭০৪ পয়েন্ট করে বিশ্বরেকর্ড গড়ে ফেলেন। ভারতীয় প্যারা অ্যাথলিট শীতল দেবী একমাত্র আন্তর্জাতিক মহিলা তিরন্দাজ। তাঁর দু’টি হাত নেই, তবুও তিনি তিরন্দাজিতে অংশ নেন। শীতল দেবীর পাশাপাশি মেয়েদের কম্পাউন্ড ওপেন র‍্যাঙ্কিং পর্বে অংশ নিয়েছিলেন সরিতা। তিনি ৬৮২ পয়েন্ট অর্জন করে ৯ নম্বরে শষ করেছেন।