• facebook
  • twitter
Sunday, 18 May, 2025

লজ্জার হার বাংলাদেশের

দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন জুটি ৯৫ রান উপহার দেন। বেনেটের ব্যাট থেকে আসে ৫৪ রান আর বেন কারেন করেন ৪৪ রান।

এর আগে টেস্ট ক্রিকেটে ১৬২ রানের বেশি রান তাড়া করে জিম্বাবোয়ে কোনওদিনই জিততে পারেনি। বাংলাদেশের বিরুদ্ধে ১৭৪ রান তাড়া করে নতুন রেকর্ড গড়ে ফেলল জিম্বাবোয়ে। বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে ১-০-তে এগিয়ে গেল জিম্বাবোয়ে। চার বছর বাদে টেস্ট জিতলেন জিম্বাবোয়ের ক্রিকেটাররা। আর বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে জয় এল সাত বছর বাদে জিম্বাবোয়ের।

বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ১৯১ রানে সবাই আউট হয়ে যায়। তার জবাবে জিম্বাবোয়ে প্রথম ইনিংসে ২৭৩ রান করে। ৮২ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস খেলতে নামে। কিন্তু দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটসম্যানরা বড় ভূমিকা নিতে পারেননি। তাঁরা দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে সকলে আউট হয়ে যান। জিম্বাবোয়ে ১৭৪ রানের টার্গেট নিয়ে খেলতে নামে।

দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন জুটি ৯৫ রান উপহার দেন। বেনেটের ব্যাট থেকে আসে ৫৪ রান আর বেন কারেন করেন ৪৪ রান। তবে এই দুই ওপেনার ছাড়া অন্য খেলোয়াড়রা সেইভাবে রান করতে পারেননি। তবে, মাতাকাদজাকে আউট করেন বাংলাদেশের বোলার মিরাজ। তারপরেই ম্যাচ জেতার পথ দেখতে পেয়েছিল বাংলাদেশ। কিন্তু পরবর্তী সময়ে এনগারাভা-ওয়েসলি মাদেভারে জুটি জিম্বাবোয়েকে জয় উপহার দেন।