• facebook
  • twitter
Wednesday, 9 July, 2025

সোনা জয়ের হ্যাটট্রিক হল না সৌবৃতির

বাংলার সাঁতারুদের মধ্যে ঝামেলা

ফাইল চিত্র

বাংলা দলের সাঁতারুরা এবারে উত্তরাখণ্ডে জাতীয় গেমসে বিশেষ নজর কেড়েছেন। বাংলাকে প্রথম সোনা উপহার দেন হাওড়ার শালকিয়ার সাঁতারু সৌবৃতি মণ্ডল। গত বছর গোয়ায় জাতীয় গেমসে সৌবৃতি সাঁতারে দু’টি রুপোর পদক তুলে নিয়েছিলেন। কিন্তু এবারে ২০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জয়ের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করলেন। রবিবার ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতে সৌবৃতি চাইছেন আরও একটি সোনার পদক তুলে নিয়ে হ্যাটট্রিক করতে। সাঁতারু সৌবৃতি উত্তরাখণ্ডের আবহাওয়ায় বেশ কাবু। ঠান্ডাতে শ্বাসকষ্ট ও কাশি হচ্ছে।

সাধারণত পাহাড়ি এলাকায় এই ধরনের সমস্যা হয়ে থাকে। এছাড়া পুলের জল এত ঠান্ডা, তাতে সাঁতার কাটতে বেশ কষ্ট হচ্ছে। ঠান্ডায় শরীর বেশি ভারী হয়ে যায়। যার ফলে সহজভাবে সাঁতার কাটাটা কঠিন হয়ে পড়ে। ২০০ মিটার ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকের পরে সৌবৃতি এখন ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জেতার লক্ষ্যে নিজেকে প্রস্তুত করেছিলেন। কিন্তু সৌবৃতি ৫০ মিটার ব্যাকস্ট্রোকে রুপো পেয়েছেন।

এদিকে সোমবার বাংলার আর্চারি মিক্সড দল সেমিফাইনাল ম্যাচে পৌঁছে গেছে। বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছেন বাসন্তী মাহাত ও জুয়ুল সরকার। দলগতভাবে বাসন্তী মাহাত, রিমিল হেমব্রম ও অদিতি জয়সওয়াল আর্চারিতে ব্রোঞ্জ পদক পাওয়ার জন্য লড়াই করবেন। লন বল বিভাগে বাংলা সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

অন্যদিকে জাতীয় গেমসে সাঁতারুদের নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ২০০ মিটার ফ্রি স্টাইল রিলে বাংলা অংশই নিল না। বাংলার সাঁতারুরা নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করে এই ইভেন্টে অংশ নিতে জলে নামলেন না। শেষ পর্যন্ত বাংলা এই ইভেন্ট থেকে নিজেদের নাম সরিয়ে নিল। বাংলা দলে তিনটি পদকজয়ী সাঁতারু সৌবৃতি মণ্ডল ছিলেন। ঝামেলার সূত্রপাত, কে কোন পজিশনে এই ইভেন্টে নামবেন তা নিয়ে। কেউ কাউকে জায়গা ছাড়তে রাজি হচ্ছিলেন না। যার ফলে ইভেন্ট থেকে বাংলা নাম তুলে নেয়। তবে, বিশেষ সূত্রে জানা গিয়েছে, বাংলার সাঁতার সংস্থার সভাপতি ও বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি রামানুজ মুখার্জি জানিয়েছেন, পদক জয়ের সম্ভাবনা ছিল না বলেই এই ইভেন্ট থেকে নাম তুলে নেওয়া হয়েছে।