• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

পেনাল্টি মিস রোনাল্ডোর, ছিটকে গেল আল নাসের

প্রত্যাশায় আঁধার নেমে আসে। এমনই ঘটনা ঘটল আল নাসের দলের। আল নাসের দল কিংস ক্লাব থেকে ছিটকে গেল। আর এই ছিটকে যাওয়ার পিছনে যে নামটা লেখা হলো তিনি হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম শুনলেই ফুটবলপ্রেমীরা উদ্বেল হয়ে ওঠেন। তাই দুরদুরন্ত থেকে ছুটে আসেন তাঁর খেলা দেখার জন্য। আসলে রোনাল্ডোর নামের মধ্যে জাদু লুকিয়ে রয়েছে। কিন্তু তিনি যখন ব্যর্থ হন, স্বাভাবিকভাবে সমর্থকরা হতাশ হয়ে পড়েন। আর উল্লেখ করতেই হবে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবে খেলার জন্য যখন চুক্তিবদ্ধ হলেন, তখন থেকেই সৌদি আরবে ফুটবলের চাহিদা প্রায় তুঙ্গ পৌঁছে যায়। শুধু রোনাল্ডো নয়, রোনাল্ডোর পাশাপাশি আরও বেশ কয়েকজন তারকা ফুটবলাররাও এবারে এখানে খেলতে এসেছেন। এমনকি, লিওনেল মেসিও খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। স্বাভাবিকভাবেই এশিয় মহাদেশে ফুটবলের চাহিদা ক্রমেই বাড়তে শুরু করেছে। এই চাহিদার অগ্রদূত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বর্তমানে তিনি আল নাসের দলের হয়ে খেলছেন।

অনেক সময় অঘটনও ঘটে যায়। প্রত্যাশায় আঁধার নেমে আসে। এমনই ঘটনা ঘটল আল নাসের দলের। আল নাসের দল কিংস ক্লাব থেকে ছিটকে গেল। আর এই ছিটকে যাওয়ার পিছনে যে নামটা লেখা হলো তিনি হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবলের মহানায়ক পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল আল তাউয়ুনের বিরুদ্ধে একটি পেনাল্টি পেয়েছিল। প্রথমে পেনাল্টি নিতে দ্বিধা প্রকাশ করলেও পরবর্তী ধাপে রোনাল্ডো পেনাল্টি নিতে এগিয়ে আসেন। হয়তো মানসিক দিক দিয়ে প্রস্তুতি নিয়েছিলেন না। স্পট কিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো উড়িয়ে দিলেন বারের উপর দিয়ে। তবে ওই বলটি দর্শকাসনে একজন খুদের হাতে মোবাইলে গিয়ে আঘাত করে। মোবাইলটি ভেঙে যায়। রোনাল্ডো তার দিকে তাকিয়ে থাকলেও কোনওকিছু করার ছিল না তাঁর। পেনাল্টি নষ্ট হওয়ায় তাঁর দলেরও ছিটকে যেতে হল এই প্রতিযোগিতা থেকে। আসলে ওই খুদে দর্শক রোনাল্ডোর স্পট কিকটি ভিডিও করছিল। সে নিজেও বুঝতে পারেনি রোনাল্ডো শটটি মিস করবেন। আল তাউয়ুন দলটি ১-০ গোলে জয়লাভ করে কিংস কাপের শেষ আটে পৌঁছে গেল। এখানে উল্লেখ করা যেতে পারে, আল নাসেরের হয়ে ১৮টি পেনাল্টিতে গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু এবারে তিনি ব্যর্থ হলেন।

Advertisement

Advertisement

Advertisement