ফের একবার খালি হাতেই ফিরতে হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। মঙ্গলবার কিংস কাপের প্রি-কোয়াটার ফাইনালে আল নাসেরকে হারিয়ে দিল আল ইত্তিহাদ। জেদ্দায় শেষ ষোলোর লড়াইয়ে করিম বেঞ্জেমার দলের কাছে ২-১ গোলে হেরে গেল নাসের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে গোল পেলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
অন্যদিকে, চলতি মরসুমের শুরু থেকে চোট-আঘাত সমস্যায় ভুগলেও গুরুত্বপূর্ণ এই ম্যাচে ফের একবার জ্বলে উঠলেন ফরাসি তারকা করিম বেঞ্জেমা। খেলার শুরুর ১৫ মিনিটের মধ্যে তাঁর করা গোলেই এগিয়ে যায় ইত্তিহাদ। ১-০ গোলে পিছিয়ে পরে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালাতে থাকে রোনাল্ডোর দল।
Advertisement
অবশেষে খেলার ৩০ মিনিট নাগাদ রোনাল্ডোর বাড়ানো বল থেকে গোল করে নাসেরকে সমতায় ফেরান অ্যাঞ্জেলো। তবে, তাদের এই স্বস্তি বেশিক্ষন স্থায়ী হয়নি। বিরতির ঠিক আগেই ইত্তিহাদের হয়ে জয়সূচক গোলটি করে যান আলজেরিয়ান মিডফিল্ডার হুসেম আওয়ার। ঠান্ডা মাথায় রাকোভিচকে কাটিয়ে যেভাবে গোল করে গেলেন তিনি, তা নিঃসন্দেহে বিশেষ প্রশংসার দাবি রাখে।
Advertisement
দ্বিতীয়ার্ধে ইত্তিহাদ দশ জন হয়ে গেলেও দলের খেলায় তার কোনও প্রভাব পড়েনি। আল জুলায়দান লালকার্ড দেখার পরেও যেভাবে নিজেদের রক্ষণের ভারসাম্য বজায় রাখলেন বেঞ্জেমা’রা, তা বেশ প্রশংসনীয়। খেলার এই পর্বে, গোল করার জন্য মরিয়া চেষ্টা করেন রোনাল্ডো। তবে, ইত্তেহাদের জমাট ডিফেন্সের সামনে তা কার্যকরী হলো না।
পুরো ম্যাচ জুড়ে প্রতিপক্ষের গোল লক্ষ্য করে প্রায় ২২ শট নিয়েছিলেন রোনাল্ডো, সাদিও মানে, জোয়াও ফেলিক্স’রা। তার মধ্যে টার্গেটে ছিল মাত্র পাঁচটি। এই পরিসংখ্যানেই বোঝা যায়, ইত্তেহাদের রক্ষণভাগের ফুটবলাররা এই ম্যাচে কতটা জমাট খেলা উপহার দিয়েছেন। ফলে, দ্বিতীয়ার্ধের শুরু থেকে মরিয়া হয়ে আক্রমণ চালালেও সমতা ফেরাতে পারেননি রোনাল্ডোরা।
শেষ পর্যন্ত, ওই ২-১ ব্যবধানে জিতেই কিংস কাপের শেষ আটের ছাড়পত্র জোগাড় করে নিল আল ইত্তেহাদ। এদিকে, এনিয়ে টানা চারবার কিংস কাপ থেকে খালি হাতেই ফিরতে হল
রোনাল্ডোর নাসেরকে।
Advertisement



