• facebook
  • twitter
Friday, 5 December, 2025

একদিনের ক্রিকেটে খেলার লক্ষ্যে অনুশীলনে ব্যস্ত রোহিত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাই রোহিতের লক্ষ্য এখন শুধু একদিনের ক্রিকেট।

ফাইল চিত্র

শুধু অস্ট্রেলিয়া সফরে নয়, ভারতের মাটিতে গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও একদমই ফর্মে ছিলেন না অধিনায়ক রোহিত শর্মা। কিছুতেই তিনি নিজের খেলায় ফিরতে পারছেন না। কিন্তু একটা সময়, এই রোহিতের ব্যাটে রানের ঝড় উঠত। সেই কারণেই রোহিতকে হিটম্যান বলে আখ্যা দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবে হিটম্যানের ব্যাট থেকে রান আসছে না, তাতে সমর্থকরা এবং নিজেও হতাশ হয়ে পড়েছেন রোহিত শর্মা।

তাই অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরতেই তিনি নিজেকে আবার অতীতের জায়গায় ফিরে আসতে অনুশীলনে নেমে পড়েছেন। বোর্ড কর্মকর্তারা কী নির্দেশ দিচ্ছেন, সেদিকে না তাকিয়ে মাঠে নিজেকে ব্যস্ত রেখেছেন অনুশীলনে। এখন রোহিতের লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার আগে নিজের ফর্মে ফিরে আসা। আর এ ব্যাপারে তিনি অবিচল। মুম্বই রঞ্জি দলের সঙ্গে অনুশীলনের পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের নেটে দারুণ পরিশ্রম করছেন। সকালে উঠেই তিনি পার্কে দৌড়চ্ছেন। আবার কখনও হেঁটে গায়ের ঘাম ঝরাচ্ছেন।

Advertisement

ওজন কমানোর জন্য পরিশ্রমও করছেন। ফিটনেস ট্রেনিংও করছেন। একই সঙ্গে ব্যাট হাতে নেটে যতখানি সম্ভব সময় অতিবাহিত করছেন। গত কয়েকদিন ধরে মুম্বইয়ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলনে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে রোহিত শর্মাকে। এবারে মুম্বই ইন্ডিয়ান্সের নেটেও তিনি নিজেকে অন্যদের সঙ্গে প্র্যাকটিস করে চলেছেন। আবার দেখা যাচ্ছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজের আগে হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে খেলছেন। ভারতীয় দলের সূচিতে এখন লাল বলের ক্রিকেট নেই। তবুও তিনি অনুশীলনে লাল বল ব্যবহার করছেন।

Advertisement

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাই রোহিতের লক্ষ্য এখন শুধু একদিনের ক্রিকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের পর সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই দুই প্রতিযোগিতার উপরেই অনেকটাই নির্ভর করবে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার ভবিষ্যৎ। হয়তো সেই কারণেই তিনি বাড়তি উদ্যোগ নিয়ে মুম্বইয়ের হয়ে খেলার জন্য অনুশীলনে নিজেকে ফিরে পেতে চাইছেন।

Advertisement