• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

নয় হাজারির ক্লাবে রােহিত

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজে রােহিত শর্মাকে বিশ্রামে পাঠানাে হয়।তবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তাকে পুনরায় দলে ডাকা হয়।

বাংলাদেশের বিরুদ্ধে শতরান করার পর রোহিত শর্মা (Photo: Paul ELLIS / AFP)

চলতি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজে রােহিত শর্মাকে বিশ্রামে পাঠানাে হয়েছিল। তবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তাকে পুনরায় দলে ডাকা হয়। তবে দলে কামব্যাক করার পর রােহিত শর্মাকে তেমন খুব একটা ভালাে ছন্দে দেখা যাচ্ছে না। বড় রান তার ব্যাট থেকে আসেনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ব্যক্তিগত বারাে রান করে জোফ্রা আর্চারের বলে আউট হয়ে যান রােহিত শর্মা। কিন্তু, রােহিত দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টি ক্রিকেটে নয় হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন নরেন্দ্র মােদি স্টেডিয়ামে।

Advertisement

বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসাবে এই নজির গড়লেন রােহিত শর্মা। সবধরনের টি-টোয়েন্টি ক্রিকেট খেলে নয় হাজারের গন্ডি স্পর্শ করলেন রােহিত।

Advertisement

আন্তর্জাতিক টি টোয়েন্টি আসরে রােহিত ১১০টি ম্যাচ খেলে ২,৮০০ রান করেছেন। আপাতত সবধরনের টি-টোয়েন্টি প্রতিযােগিতা মিলিয়ে রােহিত শর্মার সংগ্রহে ৯,০০১ রান করেছেন ৩৪১ টি ম্যাচ খেলে।

বলে রাখা ভালাে, জানুয়ারি মাসে রােহিত শর্মা তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসাবে আন্তর্জাতিক আসরে সীমিত ওভারের ক্রিকেটে নয় হাজার রানের গন্ডি পার করেন।

Advertisement