• facebook
  • twitter
Saturday, 14 June, 2025

টানা ১২ বার টসে হেরে লারার রেকর্ড ছুঁলেন রোহিত

এবারও ভাগ্য সাথ দিল না রোহিতের। টস জিতে যান মিচেল স্যান্টনার, এবং টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টসে আরো একবার হারলেন রোহিত শর্মা। এই নিয়ে টানা ১২ বার টস করতে এসে হার রোহিতের। পরপর একডজন টস হারায় ব্রায়ান লারার লজ্জার রেকর্ড স্পর্শ করলেন ভারত অধিনায়ক। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবারও টসে জয়ের মুখ দেখেননি রোহিত। ফাইনালের দিন ছবিটা বদলায় কি না, সেদিকে নজর ছিল ভারতীয় সমর্থকদের।

কিন্তু এবারও ভাগ্য সাথ দিল না রোহিতের। টস জিতে যান মিচেল স্যান্টনার, এবং টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি। অধিনায়ক হিসেবে ব্রায়েন লারাও টানা ১২ বার টসে হেরেছিলেন। ১৯৯৮ সালের অক্টোবর থেকে ১৯৯৯-এর মে মাসের মধ্যে পরপর ১২টি টসে হারেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্যাপ্টেন। আর রবিবার সব ফরম্যাট মিলিয়ে এই নিয়ে মোট ১৫ বার টসে হার হল রোহিতের।