• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

জাতীয় দলের খেলোয়াড় ফিরতেই স্বস্তিতে লাল-হলুদ শিবির

জ্যাকসন সিং, আনোয়ার আলি এবং হিজাজি হালকা অনুশীলন করে গা ঘামালেন। বলা যেতেই পারে শুক্রবারের আগে আরও অনেকটা ফিট হয়ে নর্থইস্ট ম্যাচে দেখা যেতে পারে হেক্টর ইউস্তেকে।

ইস্ট বেঙ্গল ক্লাব। ফাইল চিত্র।

এই মরশুমে আইএসএলে এখনও জয়ের মুখ দেখতে পারেনি। গত ম্যাচে মহামেডানের সঙ্গে ড্র করে আইএসএলের প্রথম পয়েন্ট নিয়ে ঘরে তোলে লাল-হলুদ শিবির।ইতিমধ্যে ইস্টবেঙ্গল মাঠে জ্যাকসন সিং, আনোয়ার আলি এবং হিজাজিকে অনুশীলনে যোগ দিয়েছেন।

অনুশীলনের শুরুতেই বেশ খানিক্ষণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে দেখা গেছে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোকে। তারপরে খানিকক্ষণ শরীর চর্চা করে বল পায়ে অনুশীলনও করতে দেখা গেল লাল-হলুদ তারকাদের। ইস্টবেঙ্গল শিবিরে সুখের খবর এই যে হেক্টর ইউস্তেকে দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করতে দেখা গেছে। বল পায়ে বেশ কিছুক্ষণ অনুশীলন করেন তিনি। জ্যাকসন সিং, আনোয়ার আলি এবং হিজাজি হালকা অনুশীলন করে গা ঘামালেন। বলা যেতেই পারে শুক্রবারের আগে আরও অনেকটা ফিট হয়ে নর্থইস্ট ম্যাচে দেখা যেতে পারে হেক্টর ইউস্তেকে। গত ম্যাচে নন্দকুমার এবং নওরেম মহেশ লাল কার্ড থাকায় কিছুটা চাপের মুখে থাকতে হতে পারে অস্কারের ছেলেদের। শুক্রবার তাঁদের ছাড়া কীভাবে দল সাজান তিনি এখন সেটাই দেখার।

Advertisement

Advertisement

Advertisement